পর্দাথ বিজ্ঞান প্রস্তুতি বিষয়ক কথা

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান থেকে মূলত MCQ (Multiple Choice Question) ভিত্তিক গাণিতিক সমস্যাবলী-ই গুরুত্ব পেয়ে থাকে । মাঝে-মধ্যে গাণিতিক সমস্যা ছাড়াও কিছু তত্ত্বীয় MCQ দেয়া হয় । তবে প্রশ্ন গাণিতিক বা তত্ত্বীয় যেমনই হোক না কেন, পদার্থবিজ্ঞানের মৌলিক বিষয়সমূহ সম্পর্কে যার পরিস্কার ধারণা আছে, সে সহজেই পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারবে ।

 

কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি-প্রশ্নের ধরণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নের ধরণ থেকে কিছুটা ভিন্ন হওয়ায় ছাত্র-ছাত্রীরা প্রায়শই বিভ্রান্ত ও আতঙ্কিত হয়ে পড়ে । তাদের সেই অমূলক অস্বস্তি দূর করার জন্যেই edpdbd-র পদার্থবিজ্ঞান page । এখানে প্রয়োজনীয় উদাহরণসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রশ্ন এবং সেগুলোর ব্যাখ্যামূলক সমাধান করে দেওয়া হয়েছে ।

 

There is no short-cut to success but there are some short-cuts to the answers of certain questions that frequently occur in university admission exams. তাই বিভিন্ন প্রশ্নের সমাধানের সাথে আমরা সংশ্লিষ্ট short-cut প্রদান করার চেষ্টা করেছি । তবে না বুঝে মুখস্ত করার বিশাল ভুলটি ভুলেও করবেন না যেন ।সেটা নিজের পায়ে নিজেই কুড়াল মারার সমার্থক । All the best.

১ম পত্র

 

২য় পত্র