রসায়ন প্রস্তুতি বিষয়ক কথা

যে কোন বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদে ভর্তির হওয়ার জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন (Chemistry) উত্তর করা বাধ্যতামূলক। আর রসায়নে ভালো নম্বর পাওয়া আরো বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে রসায়ন সম্পর্কিত বিষয়গুলোতে পড়তে চাইলে রসায়নে ভারো নম্বর পাওয়ার কোন বিকল্প নেই। আর রসায়নে যাতে ভালো নম্বর/ স্কোর তোলা যায়, সেদিকে লক্ষ্য রেখেই তৈরি করা হয়েছে edpdbd-র রসায়ন বিষয়টি।

 

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রসায়নে ১ম পত্র থেকেই আসে ৬০-৭০% প্রশ্ন। আর ২য় পত্র থেকে আসে ৩০-৪০%। আর ১ম পত্র থেকে গাণিতিক সমস্যা যেমন আসে তেমনি আসে তত্ত্বীয় (theory) প্রশ্নও। বিশেষ করে পরমাণুর গঠন, পর্যায় সারণী, রাসায়নিক গণনা, জারণ বিজারণ, রাসায়নিক গঠন- এই অধ্যায়গুলো থেকে সৃজনশীল প্রশ্ন একটু বেশি-ই আসে। আর তাই এই অধ্যায়গুলো সহজে আয়ত্ত্ব করার জন্য edpdbd-র রসায়নে কিছু সহজ টেকনিক দেখানো হয়েছে; যাতে শিক্ষার্থীরা সহজে প্রশ্ন দেখেই উত্তর করতে পারে।

 

আর ২য় পত্রে বিক্রিয়াগুলোই বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া সংকেত, মৌলের রাসায়নিক ও বাণিজ্যিক নাম, এগুলোর ব্যবহার ও প্রস্তুতি- এগুলোও গুরুত্বপূর্ণ। তবে উত্তর করার সময় বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক ও উৎপাদের সংকেতগুলো বিশেষভাবে খেয়াল করতে হবে। তবে ২য় পত্র থেকে সৃজনশীল প্রশ্ন খুব একটা আসে না।

 

তবে মনে রাখা জরুরি, edpdbd-র রসায়ন অংশটি তৈরি করা হয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে সামনে রেখে। আর তাই প্রয়োজনীয় বিষয়গুলো ছাড়া অন্যান্য বিষয়গুলোকে অনেক ক্ষেত্রেইে উপেক্ষা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য edpdbd-র রসায়নে সংযোজিত বিষয়গুলোই অধিক জরুরি। তবে বিস্তারিত পড়ার জন্য মূল পাঠ্য বইগুলোর বিকল্প নেই।

২য় পত্র