Noun (বিশেষ্য) হলো নাম। যেকোন জিনিসের নাম। এটা আমরা সবাই জানি। ব্যবহারিক প্রয়োগের জন্য মূলতঃ nounর যে বিষয়টি আপনাকে জানতে হবে তা হলো সেই জিনিসটা গোনা যায় কি যায় না (countable or uncountable) । এর উপর ভিত্তি করে দু’টো ঘটনা ঘটে।

 

১. Noun টা singular হবে না plural হবে সেটা ঠিক করা হয়।

২. Noun এর সামনে কোন Articleটা (a, an, the) অথবা কোন determiner বসবে এটা ঠিক করা হয়।

 

কোন nounটা countable হবে আর কোনটা uncountable, এ সম্পর্কিত কতগুলা নিয়ম আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। সেগুলো হলোঃ

১। যেগুলো গোনা যায় সেগুলো যেমন কোন বস্তু, ব্যক্তি বা প্রাণী countable।

২। কিছু বস্তু গোনা যায়না, যেমন পানি, চাল, আকাশ। এগুলো uncountable। মনে রাখতে হবে :

  • uncountable বস্তুগুলোর কিন্তু পাত্রটা সবসময় countable, যেমন two glasses of water, four bags of rice।
  • আবার uncountable গুলোর যেকোন আলাদা অবস্থা বুঝালেও countable হয়ে যেতে পারে, যেমন a cloudy sky, a strong wind।
  • লক্ষ্য রাখতে হবে article কার জন্য বসছে। an economics student এর an কিন্তু student এর জন্য, economics এর জন্য নয়।

 

Article বা determiner একটা বিস্তারিত বিষয় তাই এটা আমরা আলাদা আলোচনা করব।

 

SINGULAR AND PLURAL NOUNS

 

 

Countable noun এর দুইটি রুপ হয়, একটা singular, যা দিয়ে একটি জিনিস বোঝায়, আর plural, যা দিয়ে একের বেশি জিনিস বোঝায়। অধিকাংশ পরিচিত countable noun কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে singular  থেকে plural করা যায়। সাধারণ পদ্ধতিটা হল noun-এর singular রুপটার পেছনে একটা s বসিয়ে দিলেই সেটা plural হয়ে যায়। যেমন :

 

book-books                   cat-cats                pen-pens             chair-chairs                             girl-girls                ball-balls

তবে কিছু ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে singular থেকে plural করা হয় :

১। শুধু s যোগ হয়ঃ

 

Noun -এর শেষে y এবং তার আগের অক্ষরটি vowel হলে।

Boy-boys              day-days              monkey-monkeys

 

Noun-এর শেষে o থাকলে এবং তার আগে তার আগের অক্ষরটি vowel হলে।

Radio-radios        bamboo-bamboos

 

২। es  যোগ হয়ঃ

 

noun-এর শেষে s, sh, ch, x ও z থাকলে।

 

glass-glasses    bush-bushes    branch-branches     fox-foxes 

 

noun -এর শেষে o এবং তার আগের অক্ষরটি consonant হলে।

 

mango-mangoes      buffalo-buffaloes    hero-heroes

 

noun -এর শেষে y এবং তার আগের অক্ষরটি consonant হলে y বের করে দিয়ে es  যোগ হয়।

Lady-ladies       story-stories     family-families

 

৩। noun-এর শেষে f অথবা fe থাকলে সেগুলো ফেলে দিয়ে ves যোগ হয়।

Leaf-leaves       knife-knives

 

৪। কিছু nounএর singular আর plural একই। এদের একটা তালিকা নিচে রয়েছে, পড়ে দেখুন অপরিচিত কোন nounআছে কিনা।

 

sheep, deer, salmon, aircraft, pair, dozen, gross, series, species, hundred, thousand

 

৫। কিছু শুধু plural হয়, যেমন:

 

scissors, glasses, spectacles, trousers, drawers, jeans, pajamas, thanks, proceeds, assets, tidings, earnings, dues

 

৬। কিছু noun দেখে plural মনে হলেও আসলে তারা singular। যেমন:

 

mathematics, physics, electronics, measles, mumps, innings, news

 

৭। গ্রীক ভাষা থেকে ইংরেজিতে আসা কিছু noun গ্রীক ভাষার নিয়মেই singular থেকে plural হয়:

 

axis – axes, crisis – crises, basis – bases, analysis – analyses, parenthesis – parentheses, hypothesis – hypotheses, basis – bases, phenomenon – phenomena, analysis – analyses, criterion – criteria

 

৭। আবার লাটিন ভাষা থেকে ইংরেজিতে আসা কিছু nounও লাটিন ভাষার নিয়মেই singular থেকে plural হয়:

 

index – indices, radius – radii, formula – formulae, memorandum – memoranda

 

তারপরও কিছু noun আছে যেগুলো আমরা দৈনন্দিন ইংরেজিতে ব্যবহার করি এবং সেগুলো singular থেকে plural হতে এসব নিয়মের কোনটাই মানে না। যেমন :

 

Singular          

Plural

alga    

Algae

Alumnus

Alumni

Analysis

Analyses

Antenna

antennas, antennae

Appendix

appendices, appendixes

Axis

Axes

Bacterium

Bacteria

Basis

Bases

Bus

Buses

Cactus

Cactuses

Child

Children

Crisis

Crises

Criterion

Criteria

Curriculum

Curricula

Datum

Data

Deer

Deer

Die

Die

Diagnosis

Diagnoses

Foot

Feet

Formula

Formulas

Fungus

Fungi

Genus

Genera

Hippopotamus

Hippopotami hippopotamuses

Hypothesis

Hypotheses

Index

Indices

Indexes

Louse  

Lice

Nucleus

Nuclei

Potato 

Potatoes

Zero    

Zeros

Zeroes

Sheep

Sheep

Mouse

Mice

Ox       

Oxen