কুইজ

বিল
সর্ববৃহৎ বিল- চলনবিল
চলনবিল- পাবনা ও নাটোরে অবস্থিত
চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত নদী- আত্রাই
মিঠাপানির মাছের প্রধান উৎস- চলনবিল
তামাবিল- সিলেটে
বিল ডাকাতিয়া- খুলনায়
আড়িয়াল বিল- শ্রীনগর (মুন্সীগঞ্জ)
 
হাওড়
সবচেয়ে বড় হাওড়- টাঙ্গুয়ার হাওড়
টাঙ্গুয়ার হাওড়- ‍সুনামগঞ্জে
টাঙ্গুয়ার হাওড়- World Heritage (UNESCO ঘোষিত)
টাঙ্গুয়ার হাওড়কে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বলে ঘোষণা করে- ২০০০ সালে
হাকালুকি হাওড়- মৌলভীবাজার
 
[বিল ও হাওড়ের পার্থক্য মূলত- বিলে সারা বছর পানি থাকে, কিন্তু হাওড়ে সারা বছর পানি থাকে না । শীতকালে হাওড় শুকিয়ে যায়, আবার বর্ষাকালে পানিতে ভরে যায় । বিলের পানির স্তর মাটির স্তরের নিচে থাকে, তাই বিলে সারা বছর পানি থাকে । আর হাওড়ের পানির স্তর থাকে মাটির স্তরের উপরে; মূলত আশেপাশের তুলনায় নিচু হওয়ায় বর্ষাকালে ভরা নদীর পানি হাওড়ে এসে জড়ো হয় । শীতকালে নদীর পানি কমে গেলে হাওড়-ও শুকিয়ে যায় ।]
 
ঝরনা
শীতল পানির ঝরনা- কক্সবাজারের হিমছড়ি পাহাড়ে
গরম পানির ঝরনা- সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে
শুভলং ঝরনা- রাঙামাটিতে অবস্থিত
রিসাং ঝরনা- খাগড়াছড়িতে অবস্থিত
 
জলপ্রপাত
প্রধান/বিখ্যাত জলপ্রপাত- মাধবকুণ্ড জলপ্রপাত
মাধবকুণ্ড জলপ্রপাত- মৌলভীবাজারের বড়লেখায় অবস্থিত
উচ্চতা- ২৫০ ফুট
নতুন আবিষ্কৃত জলপ্রপাত- হামহাম জলপ্রপাত
হামহাম জলপ্রপাত- মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত
 
উপত্যকা
ভেঙ্গী ভ্যালি- কাপ্তাই থেকে প্লাবিত রাঙামাটি
হালদা ভ্যালি- খাগড়াছড়ি
নাপিতখালি ভ্যালি- কক্সবাজার