বিষয়াবলী

বাণিজ্যিক ব্যাংক
বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস
 

  • ঋণের সুদ
  • বিল বাট্টাকরণ
  • বিনিয়োগ
  • ঋণের দলিল ইস্যু
  • লকার ভাড়া দেয়া
  • শেয়ার, অবলেখক
  • অছি হিসেবে দায়িত্ব পালন

 
বাণিজ্যিক ব্যাংকের আত্মরক্ষার হাতিয়ার/রক্ষাকবচ
 

  • নগদ অর্থ জমা রাখা
  • চাহিবা মাত্র দেয় ঋণ ও স্বল্পমেয়াদী ঋণ
  • বাট্টাকৃত বিলসমূহ
  • উত্তম বিনিয়োগ
  • হস্তান্তরযোগ্য জামানতের বিপরীতে দেয় ‍ঋণ
  • বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস- প্রাপ্ত আমানত
  • বাণিজ্যিক ব্যাংকের মূলধনের প্রধান উৎস- পরিশোধিত মূলধন
  • বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্বৃত্তপত্র তৈরি করতে হয়- ১৯৯১ সালের ব্যাংকিং কোম্পানি আইন অনুযায়ী
  • Balance Sheet-কে Commercial Bank-এর আয়না হিসেবে তুলনা করা হয়।