মানবিক বিভাগ
 
 
সময় : ১ ঘণ্টা      পূর্ণমান : ১০০
 
বাংলা
মান- ২৫
১. একটি তুলসী গাছের কাহিনী- গল্পে হুকার অভ্যাস ছিল-
       ক. মতিনের
       খ. কাদেরের
       গ. আমজাদের
       ঘ. বদরুদ্দিনের
 
২. মুসোলিনী ও লেনিন-এর কথা আছে যে রচনায়-
       ক. অর্ধাঙ্গী
       খ. সাহিত্যে খেলা
       গ. যৌবনের গান
       ঘ. হৈমন্তী
 
৩. কোন শব্দটি উপসর্গসহযোগে গঠিত নয়?
       ক. ব্যাপ্ত
       খ. বিতর্ক
       গ. বিনয়
       ঘ. বিফল
 
৪. অবধূত- এর সমার্থক শব্দ-
       ক. ধোপা
       খ. ধৌত করা
       গ. সন্ন্যাসী
       ঘ. ভগ্নদূত
 
৫. শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?
       ক. বিভীষিকা, আশীর্বাদ, সমীচিন
       খ. নির্ণিমেষ, গননা, সর্বাঙ্গীন
       গ. অদ্ভুত, উদ্ভূত, নূপুর
       ঘ. পূর্বাহ্ন, পুরষ্কার, দুর্বিষহ
 
৬. শব্দের মধ্যবর্তী বর্ণের স্থান পরিবর্তন ঘটলে তাকে বলা হয়-
       ক. বর্ণবিকৃতি
       খ. বর্ণ বিপর্যয়
       গ. বর্ণাগম
       ঘ. বর্ণলোপ
 
৭. সন্দেশ- কোন শ্রেণীর শব্দ?
       ক. মৌলিক
       খ. যৌগিক
       গ. রূঢ়
       ঘ. যোগরূঢ়
 
৮. He called me names- এর অর্থ-
       ক. সে আমাকে নাম ধরে ডাকল
       খ. সে আমার নাম স্মরণ করল
       গ. সে আমাকে গালাগালি করল
       ঘ. সে আমার প্রশংসা করল
 
৯. একুশের গল্প- রচনায় তপু কোথায় গুলিবিদ্ধ হয়েছিল?
       ক. হাইকোর্টের মোড়ে
       খ. মেডিকেলের সামনে
       গ. কার্জন হলে
       ঘ. আজিমপুরে
 
১০. প্রত্যয়নিষ্পন্ন শব্দ-
       ক. সুজন
       খ. অফুরন্ত
       গ. পরাজিত
       ঘ. গমন
 
১১. পৃথিবী চিরস্থায়ী।- কোন ধরনের বাক্য?
       ক. অস্তিবাচক
       খ. নেতিবাচক
       গ. যৌগিক
       ঘ. মিশ্র
 
১২. অভিপ্রেত- বিশেষণের বিশেষ পদ-
       ক. অভীপ্সা
       খ. অভীক্ষা
       গ. অভিপ্রায়
       ঘ. অভিশ্রুতি
 
১৩. নিচের কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে?
       ক. উপর্যুক্ত
       খ. পরিবর্তমান
       গ. আয়ত্তাধীন
       ঘ. জাত্যভিমান
 
১৪. নিচের কোনটি প্রমথ চৌধুরীর জন্ম-মৃত্যু সাল?
       ক. ১৮৬৮- ১৯৪১
       খ. ১৮৬১- ১৯৪৮
       গ. ১৮৬৮- ১৯৪৮
       ঘ. ১৮৬৮- ১৯৪৬
 
১৫. তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা- এ চরণটি কোন কবিতার?
       ক. বাংলাদেশ
       খ. জীবন-বন্দনা
       গ. তাহারেই পড়ে মনে
       ঘ. আঠারো বছর বয়স
 
১৬. নিচের কোন গুচ্ছ তদ্ভব শব্দ?
       ক. পাখি, হাত
       খ. চন্দ্র, সূর্য
       গ. আওয়াজ, তফাত
       ঘ. জানালা, বাবা
 
১৭. উত্তম পুরুষের ক্রিয়াপদের উদাহরণ কোনটি?
       ক. বলেছ, করেছ
       খ. বলেছি, করেছি
       গ. বলেছিস, করেছিস
       ঘ. বলেছেন, করেছেন
 
১৮. পাড়াতলী গ্রামে জন্মগ্রহণ করেছেন-
       ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
       খ. সুকান্ত ভট্টাচার্য
       গ. ফররুখ আহমদ
       ঘ. শামসুর রাহমান
 
১৯. জীবন-বন্দনা কোন কাব্যগ্রন্থের কবিতা?
       ক. অগ্নি-বীণা
       খ. সন্ধ্যা
       গ. ছায়ানট
       ঘ. পুবের হাওয়া
 
২০. Anonymity-র বাংলা পরিভাষা-
       ক. শত্রুতা
       খ. বিদ্বেষ
       গ. অপ্রকাশিতনামা ব্যক্তি
       ঘ. ক্রোধান্বিত
 
২১. নিচের কোনটি সঠিক?
       ক. পূর্ব পদের অর্থ প্রধান : তৎপুরুষ সমাস
       খ. পূর্ব পদে অব্যয় ও পরপদে বিশেষ্য : অব্যয়ীভাব সমাস
       গ. পোকামাকড় : অলুক বহুব্রীহি সমাস
       ঘ. গায়ে-চাদর : দ্বন্দ্ব সমাস
 
২২. লক্ষ্মণ সেন অপেক্ষাও আমরা বেশি অভিভূত হইয়া পড়ি- উক্তিটি কোন রচনায় আছে?
       ক. সাহিত্যে খেলা
       খ. যৌবনের গান
       গ. অর্ধাঙ্গী
       ঘ. দুর্নীতি, উন্নয়নের অন্তরায় ও উত্তরণের পথ
 
২৩. কোনটি দেশি শব্দ?
       ক. দলিল
       খ. রিকশা
       গ. কুড়ি
       ঘ. লুঙ্গি
 
২৪. অবজ্ঞাত- শব্দটির শুদ্ধ উচ্চারণ কোনটি?
       ক. অবোগগাত
       খ. অবগ্যাতো
       গ. অবোগগ্যাঁত
       ঘ. অবগগ্যত
 
২৫. নিজেকে কন্যাদায়গ্রস্থ পিতা ভাবিয়া জীবন্মৃত জীবন-যাপন করা সুবুদ্ধির পরিচায়ক নহে।– চলিত বাংলায় লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা  কয়টি?
       ক. তিন
       খ. চার
       গ. পাঁচ
       ঘ. ছয়
 
ইংরেজি- ২৫
Chile’s president has said his county will never be the same again after the extraordinary rescue of the 33 miners trapped deep underground for 69 days. Sebastian Pinera saidhe thought Chile was “more united and stronger than ever”, and “more valued” worldwide. There were earlier ecstatic scenes as Luis Urzua, 54, the last miner out
১.
       ক.
       খ.
       গ.
       ঘ.
 
২.
       ক.
       খ.
       গ.
       ঘ.
 
৩.
       ক.
       খ.
       গ.
       ঘ.
 
৪.
       ক.
       খ.
       গ.
       ঘ.
 
৫.
       ক.
       খ.
       গ.
       ঘ.
 
৬.
       ক.
       খ.
       গ.
       ঘ.
 
৭.
       ক.
       খ.
       গ.
       ঘ.
 
৮.
       ক.
       খ.
       গ.
       ঘ.
 
৯.
       ক.
       খ.
       গ.
       ঘ.
 
১০.
       ক.
       খ.
       গ.
       ঘ.
 
১১.
       ক.
       খ.
       গ.
       ঘ.
 
১২.
       ক.
       খ.
       গ.
       ঘ.
 
১৩.
       ক.
       খ.
       গ.
       ঘ.
 
১৪.
       ক.
       খ.
       গ.
       ঘ.
 
১৫.
       ক.
       খ.
       গ.
       ঘ.
 
১৬.
       ক.
       খ.
       গ.
       ঘ.
 
১৭.
       ক.
       খ.
       গ.
       ঘ.
 
১৮.
       ক.
       খ.
       গ.
       ঘ.
 
১৯.
       ক.
       খ.
       গ.
       ঘ.
 
২০.
       ক.
       খ.
       গ.
       ঘ.
 
২১.
       ক.
       খ.
       গ.
       ঘ.
 
২২.
       ক.
       খ.
       গ.
       ঘ.
 
২৩.
       ক.
       খ.
       গ.
       ঘ.
 
২৪.
       ক.
       খ.
       গ.
       ঘ.
 
২৫.
       ক.
       খ.
       গ.
       ঘ.
 
বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান
১. বাংলাদেশের রাষ্ট্রপতি ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর নাম কি?
       ক. প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট
       খ. প্রেসিডেন্টস গার্ড ব্যাটেলিয়া
       গ. প্রেসিডেন্টস গার্ড ফোর্স
       ঘ. প্রেসিডেন্টস সিকিউরিটি ফোর্স
 
২. বাংলাদেশ বিমানের লোগো কে ডিজাইন করেন?
       ক. হাশেম খান
       খ. রফিকুন্নবী
       গ. কামরুল হাসান
       ঘ. হামিদুর রহমান
 
৩. ১৯৭১ সনের ৭ মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি দেন-
       ক. পল্টন ময়দানে
       খ. মানিক মিয়া এভিনিউতে
       গ. সোহরাওয়ার্দী উদ্যানে
       ঘ. লালদীঘি ময়দানে
 
৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কয়জন বীরশ্রেষ্ঠ- উপাধি লাভ করেন?
       ক. পাঁচজন
       খ. সাতজন
       গ. নয়জন
       ঘ. এগারজন
 
৫. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
       ক. প্রধানমন্ত্রী
       খ. রাষ্ট্রপতি
       গ. স্পিকার
       ঘ. প্রধান বিচারপতি
 
৬. কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব পান?
       ক. তারামন বিবি
       খ. ক্যাপ্টেন সিতারা বেগম
       গ. বেগম সুফিয়া কামাল
       ঘ. জাহানারা ইমাম
 
৭. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
       ক. মঈনুল হক
       খ. মৃণাল হক
       গ. নিতুন কুণ্ডু
       ঘ. হামিদুর রহমান
 
৮. বাংলাদেশে কয়টি স্টক এক্সচেঞ্জ আছে?
       ক. ২টি
       খ. ৩টি
       গ. ৪টি
       ঘ. ৫টি
 
৯. বাংলাদেশে মূল্য সংযোজন কর প্রবর্তন হয় কবে থেকে?
       ক. ১৯৯১ সালে
       খ. ১৯৯২ সালে
       গ. ১৯৯৩ সালে
       ঘ. ১৯৯৪ সালে
 
১০. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
       ক. হাতিয়া
       খ. কুতুবদিয়া
       গ. সেন্টমার্টিন্স
       ঘ. ভোলা
 
অর্থনীতি
১. অর্থনীতিতে সরকারের কোন ভূমিকাই থাকা ঠিক নয়- কে বলেছেন?
       ক. ড. ইউনুস
       খ. অমর্ত্য সেন
       গ. ফ্রিডম্যান
       ঘ. কেইনস
 
২. উৎপাদন ব্যয় কমে গেলে-
       ক. চাহিড়া বাড়ে
       খ. যোগান বাড়ে
       গ. চাহিদা কমে
       ঘ. যোগান কমে
 
৩. মোট উৎপাদন যখন সর্বোচ্চ-
       ক. প্রাণ্তিক আদন তখন শূণ্য
       খ. প্রাণ্তিক উৎপাদন তখন ধনাত্মক
       গ. গড় উৎপাদন তখন শূণ্য
       ঘ. কোনটিই নয়
 
৪. বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকগণের (২০০৯- ২০১০ অর্থ বছরে) প্রেরিত অর্থের পরিমাণ-
       ক. ৬৫৫৬.১৮ কোটি টাকা
       খ. ৭৫০০০ কোটি টাকা
       গ. ৬০০০০ কোটি টাকা
       ঘ. কোনটিই নয়
 
৫. বাজারকে যখন সীমিত সংখ্যক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে, এমন বাজারকে বলে-
       ক. একচেটিয়া বাজার
       খ. প্রতিযোগিতামূলক বাজার
       গ. অলিগোপলি বাজার
       ঘ. মনোপলিস্টিক বাজার
 
৬. খাজনা তত্ত্বের প্রবর্তক কে?
       ক. অ্যাডাম স্মিথ
       খ. বেনথাম
       গ. জন স্টুয়ার্ট মিল
       ঘ. রিকার্ডো
 
৭. বাংলাদেশের জিডিপিতে শিল্পখাতের অবদান কত?
       ক. ২০.৫ শতাংশ
       খ. ১৮.৩ শতাংশ
       গ. ২৯.৭ শতাংশ
       ঘ. ৩৫.৫ শতাংশ
 
৮. বাংলাদেশের নতুন চা আদনকারী এলাকা-
       ক. মধুপুর
       খ. রাজশাহী বরেন্দ্র অঞ্চল
       গ. কক্সবাজার
       ঘ. পঞ্চগড়
 
৯. বাংলাদেশের বর্তমানে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনসংখ্যার হার-
       ক. ৬০ শতাংশ
       খ. ২৫ শতাংশ
       গ. ৪০ শতাংশ
       ঘ. ৫১ শতাংশ
 
১০. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম-
       ক. রিজার্ভ ব্যাংক অব বাংলাদেশ
       খ. বাংলাদেশ ব্যাংক
       গ. সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ
       ঘ. সোনালী ব্যাংক
 
পৌরনীতি
১. রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে আখ্যায়িত করা হয় কাকে?
       ক. সক্রেটিস
       খ. এরিস্টটল
       গ. প্লেটো
       ঘ. ম্যাকিয়াভেলি
 
২. Social Contract গ্রন্থটির লেখক কে?
       ক. লর্ড ব্রাইস
       খ. গার্নার
       গ. রুশো
       ঘ. জন লক
 
৩. সার্বভৌম ক্ষমতার প্রকৃত অধিকারী কে?
       ক. সরকার
       খ. জনগণ
       গ. ব্যক্তি
       ঘ. রাষ্ট্র
 
৪. নিম্নের কোন দেশটির পার্লামেন্ট এক কক্ষবিশিষ্ট নয়?
       ক. বাংলাদেশ
       খ. ভারত
       গ. নিউজিল্যান্ড
       ঘ. বুলগেরিয়া
 
৫. The Prince বইটির লেখক কে?
       ক. ম্যাকিয়াভেলি
       খ. প্লেটো
       গ. এরিস্টটল
       ঘ. কার্ল মার্কস
 
৬. রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় কত সালে?
       ক. ১৯১৭ সালে
       খ. ১৯১৮ সালে
       গ. ১৮১৭ সালে
       ঘ. ১৯২০ সালে
 
৭. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ ‍বুদ্ধিজীবী কে?
       ক. অধ্যাপক নীলিমা ইব্রাহিম
       খ. অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা
       গ. অধ্যাপক শামসুজ্জোহা
       ঘ. জাহানারা ইমাম
নোট : একাত্তরে অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা এবং অধ্যাপক শামসুজ্জোহা- দুজনেই শহীদ হন। অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক, অন্যদিকে অধ্যাপক শামসুজ্জোহা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
 
৮. কোন দেশের সংবিধান অলিখিত?
       ক. মার্কিন যুক্তরাষ্ট্র
       খ. যুক্তরাজ্য
       গ. ফ্রান্স
       ঘ. ইতালি
 
৯. ফরায়েজী আন্দোলনের প্রধান কেন্দ্র কোথায় ছিল?
       ক. শরীয়তপুর
       খ. ফরিদপুর
       গ. খুলনা
       ঘ. যশোহর
 
১০. সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই- উক্তিটি কার?
       ক. লালন শাহ
       খ. রবীন্দ্রনাথ ঠাকুর
       গ. চণ্ডীদাস
       ঘ. কৃত্তিবাস
 
সমাজবিজ্ঞান
১. সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ঘটনাবলীর বিজ্ঞান- উক্তিটি কোন সমাজবিজ্ঞানীর?
       ক. ডুর্খেইম
       খ. গিডিংস
       গ. সিমেল
       ঘ. ম্যাকাইভার
 
২. এক বা একাধিক সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত দলই হচ্ছে-
       ক. সম্প্রদায়
       খ. প্রতিষ্ঠান
       গ. সংঘ
       ঘ. সমাজ
 
৩. কোনটি সামাজিক নিয়ন্ত্রণের আনুষ্ঠানিক মাধ্যম?
       ক. সামাজিক প্রথা
       খ. আইন
       গ. জনমত
       ঘ. পরিবার
 
৪. আমলাতন্ত্রের আদর্শরূপের প্রবক্তা-
       ক. কার্ল মার্কস
       খ. ম্যাক্স ওয়েবার
       গ. মিশেল ফুকো
       ঘ. জ্যাক্স ডেরিভা
 
৫. কোনটি রাষ্ট্রের প্রধান উপাদান নয়?
       ক. নির্দিষ্ট জনসমষ্টি
       খ. সংসদ
       গ. সুনির্দিষ্ট এলাকা
       ঘ. সরকার
 
৬. নারীর ঐতিহাসিক পরাজয় ঘটেছে- উক্তিটি কার?
       ক. কার্ল মার্কস
       খ. ফ্রেডরিক এঙ্গেলস
       গ. মিশেল ফুকো
       ঘ. ফ্রেডরিক জেমসন
 
৭. মণিপুরী এথনিক সম্প্রদায়ের বসবাস প্রধানত কোন জেলায়?
       ক. রাজশাহী
       খ. সিলেট
       গ. চট্টগ্রাম
       ঘ. পটুয়াখালী
 
৮. পাথরের হাতিয়ার ব্যবহারের সংস্কৃতিকালকে কি বলা হয়?
       ক. ব্রোঞ্জ যুগ
       খ. লৌহযুগ
       গ. তাম্রযুগ
       ঘ. প্রস্তরযুগ
 
৯. সামাজিকীকরণের অন্যতম মাধ্যম কোনটি?
       ক. বিদ্যালয়
       খ. খেলার সাথী
       গ. পরিবার
       ঘ. গণমাধ্যম
 
১০. আগামী শতাব্দীতে নগরায়নের প্রধান বৈশিষ্ট্য হবে-
       ক. মেগাসিটির আধিক্য
       খ. নগরদ্বন্দ্ব
       গ. স্থানের পুনঃবিন্যাস
       ঘ. জনসংখ্যার পুনঃবিন্যাস
 
সমাজকল্যাণ
১. সমাজকল্যাণ ও সমাজকর্ম প্রায়োগিক দিক থেকে-
       ক. সমার্থক
       খ. প্রায় সমার্থক
       গ. ভিন্ন
       ঘ. পরস্পর সম্পর্কহীন
 
২. সমাজকর্ম অনুশীলনে সামাজিক ও মানবিক মূল্যবোধের-
       ক. সমন্বয় ঘটে
       খ. আলাদাভাবে দুধরনের মূল্যবোধকে গুরুত্ব দেয়া হয়
       গ. সামাজিক মূল্যবোধ অগ্রাধিকার পায়
       ঘ. মানবীয় মূল্যবোধ অগ্রাধিকার পায়
 
৩. সামাজিক পরিবর্তনের সঙ্গে অধিকতর যুক্ত আছে-
       ক. উন্নয়ন
       খ. নানামূল সমস্যা
       গ. অভিযোজন সমস্যা
       ঘ. কোনটিই নয়
 
৪. সমাজসেবক ও সমাজসংস্কারক-
       ক. প্রকৃত অর্থে ভিন্ন
       খ. প্রকৃতই পৃথক
       গ. প্রায় সমার্থক
       ঘ. সমার্থক নয়
 
৫. নারীশিক্ষা ও শিশুমৃত্যু প্রধানত কিসের উপাদান?
       ক. সমাজকল্যাণের
       খ. সমাজ উন্নয়নের
       গ. সমাজকর্মের
       ঘ. নারী উন্নয়নের
 
৬. জ্ঞাতি সম্পর্ক ও জাতি সম্পর্ক-
       ক. একই
       খ. ভিন্ন
       গ. কাছাকাছি
       ঘ. কোনটিই নয়
 
৭. বিনোদন ও ভালবাসা-
       ক. একান্ত মৌল চাহিদা
       খ. মৌল চাহিদার মধ্যে বিবেচ্য
       গ. প্রাসঙ্গিক চাহিদা
       ঘ. আদৌ মৌল চাহিদা নয়
 
৮. দারিদ্র্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়-
       ক. অজ্ঞতা
       খ. অপুষ্টি
       গ. সামাজিক বিশৃঙ্খলা
       ঘ. অপরাধ প্রবণতা
 
৯. নারী উন্নয়ন ও ক্ষমতায়নের উল্লেখযোগ্য ভূমিকা পালনে করণীয়-
       ক. নারীদের রাজনীতিতে সম্পৃক্তকরণ
       খ. অধিকার সচেতনতায় সুশীল সমাজের ভূমিকা
       গ. ক্ষুদ্র ঋণ কর্মসূচী
       ঘ. কুটির শিল্প
 
১০. প্রবেশন ও প্যারোল-
       ক. সমার্থক
       খ. সমার্থক নয়
       গ. একটি শাস্তি ভোগ করার আগে আর একটি কিছু শাস্তি ভোগ করার পর
       ঘ. কোনটিই নয়
 
ইতিহাস
১. আর্যরা ভারতে প্রথম বসতি স্থাপন করেছিল-
       ক. বেলুচিস্তানে
       খ. উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চল ও পাঞ্জাবে
       গ. দক্ষিণ ভারতে
       ঘ. বাংলায়
 
২. টোডরমলের নাম কোন সংস্কারের সাথে জড়িত?
       ক. ধর্মীয়
       খ. সামরিক
       গ. সামাজিক
       ঘ. রাজস্ব
 
৩. ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে-
       ক. ১৭৫৭ সালে
       খ. ১৭৬৪ সালে
       গ. ১৮৫৮ সালে
       ঘ. ১৯৪৭ সালে
 
৪. বৃটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন-
       ক. লর্ড রিপন
       খ. লর্ড মাউন্টব্যাটেন
       গ. লর্ড কার্জন
       ঘ. র‌্যাডক্লিফ
 
৫. ১৯৭১ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে-
       ক. ৭ এপ্রিল
       খ. ১০ এপ্রিল
       গ. ১৭ এপ্রিল
       ঘ. ২৫ এপ্রিল
 
৬. মদিনা সনদে শর্ত ছিল-
       ক. ২৭টি
       খ. ৩৭টি
       গ. ৪৭টি
       ঘ. ৫৭টি
 
৭. কোন উমাইয়া খলিফার সময় আরবীয় নৌ-বাহিনী গঠিত হয়?
       ক. মুয়াবিয়া
       খ. ইয়াজিদ
       গ. হিশাম
       ঘ. ওমর-বিন আব্দুল আজিজ
 
৮. খারেজি একটি-
       ক. সাংস্কৃতিক সম্প্রদায়
       খ. ধর্মীয় সম্প্রদায়
       গ. উপজাতি
       ঘ. এলাকার নাম
 
৯. পোপতন্ত্র বিকাশে অবদান রাখেন-
       ক. পোপ প্রথম গ্রেগরি
       খ. পোপ তৃতীয় লিও
       গ. পোপ দ্বিতীয় নিকোলাস
       ঘ. পোপ অষ্টম বনিফেস
 
১০. সোসাইটি অব জেসুইট-এর প্রতিষ্ঠাতা ছিলেন-
       ক. ইগনাসিয়াস লয়লা
       খ. ফ্রান্সিস জেভিয়ার
       গ. পিয়ারি লেকবর
       ঘ. ফ্রান্সিস সুরেজ
 
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
১. খলিফা উমরের সময় সংঘটিত কাদেসিয়া যুদ্ধে মুসলিম সেনাপতি কে ছিলেন?
       ক. আবু উবায়দা
       খ. খালিদ বিন ওয়ালিদ
       গ. সাদ বিন আবি ওয়াক্কাস
       ঘ. আবু মুসা আসআরী
 
২. দামেস্কের শেষ উমাইয়া খলিফা কে ছিলেন?
       ক. মুয়াবিয়া
       খ. আব্দুল মালিক
       গ. দ্বিতীয় উমর
       ঘ. দ্বিতীয় মারোয়ান
 
৩. খুলাফায়ে রাশেদীন-এ খলিফা কয়জন?
       ক. পাঁচজন
       খ. ছয়জন
       গ. তিনজন
       ঘ. চারজন
 
৪. মধ্য এশিয়া বিজয়ী মুসলিম সেনাপতির নাম০
       ক. মুহম্মদ বিন কাশিম
       খ. নসর বিন সায়্যার
       গ. খালেদ বিন ওয়ালিদ
       ঘ. কুতুইবা বিন মুসলিম
 
৫. বাগদাদে মোঙ্গল আক্রমণ হয়-
       ক. ৭৫০ খ্রিস্টাব্দে
       খ. ১২৫৮ খ্রিস্টাব্দে
       গ. ১৩১৪ খ্রিস্টাব্দে
       ঘ. ১৬০০ খ্রিস্টাব্দে
 
৬. ইসলামের প্রথম ধর্মভিত্তিক রাজনৈতিক দল কোনটি?
       ক. শিয়া
       খ. সুন্নি
       গ. মুরাজিয়া
       ঘ. খারিজি
 
৭. বঙ্গ-বিজেতা মুসলিম সেনাপতির জন্মস্থান-
       ক. সৌদি আরব
       খ. মঙ্গোলিয়া
       গ. ইরান
       ঘ. আফগানিস্তান
 
৮. বাংলায় মুসলমানদের প্রথম রাজধানী-
       ক. পাণ্ডুয়া
       খ. গৌড়
       গ. লখণৌতি
       ঘ. সোনারগাঁ
 
৯. ময়ূর সিংহাসন- এর সঙ্গে জড়িত যে নাম-
       ক. বাবর
       খ. হুমায়ুন
       গ. আকবর
       ঘ. শাহজাহান
 
১০. লাহোর প্রস্তাব কত সালে গৃহীত হয়?
       ক. ১৯৩০
       খ. ১৯৩৫
       গ. ১৯৩৮
       ঘ. ১৯৪০
 
যুক্তিবিদ্যা
১. যৌক্তিক চিন্তার মূলসূত্র কয়টি?
       ক. ৪টি
       খ. ২টি
       গ. ৬টি
       ঘ. ৫টি
 
২. অ-জাত্যর্থক পদ কোনটি?
       ক. মানুষ
       খ. টেবিল
       গ. গরু
       ঘ. গুণবাচক পদ
 
৩. যৌক্তিক সংজ্ঞার কাজ হলো-
       ক. পদের বিবরণ প্রদান
       খ. পদের অর্থ স্পষ্ট করা
       গ. পদকে বিশেষায়িত করা
       ঘ. কোনটিই নয়
 
৪. সহানুমানের আবিষ্কর্তা কে?
       ক. রাসেল
       খ. যোসেফ
       গ. এরিস্টটল
       ঘ. কোহেন
 
৫. বৈজ্ঞানিক প্রকল্পের মানদণ্ড কয়টি?
       ক. ১১টি
       খ. ৫টি
       গ. ৩টি
       ঘ. ৭টি
 
৬. সাদৃশ্যানুমান কোন ধরনের অনুমান?
       ক. মাধ্যম অনুমান
       খ. অবরোহ অনুমান
       গ. আরোহ  অনুমান
       ঘ. অমাধ্যম অনুমান
 
৭. অন্বয়ী পদ্ধতি কিসের উপর নির্ভরশীল?
       ক. সামঞ্জস্যের উপর
       খ. অসামঞ্জস্যের উপর
       গ. অসঙ্গতির উপর
       ঘ. সবগুলোর উপর
 
৮. পরফিরির মতে বিধেয়ক কত প্রকার?
       ক. ২ প্রকার
       খ. ৪ প্রকার
       গ. ৫ প্রকার
       ঘ. ৬ প্রকার
 
৯. প্রাকল্পিক বচনের প্রথম অংশকে কি বলে?
       ক. পূর্বকল্প
       খ. অনুপকল্প
       গ. প্রথমাংশ
       ঘ. সবগুলোই
 
১০.   ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন
     মানুষ পাপ সৃষ্টি করেছেন
     ইশ্বর পাপ সৃষ্টি করেছেন
এটি কোন ধরনের অনুপপত্তি?
       ক. অবৈধ মধ্য
       খ. অবৈধ সাধ্য
       গ. অবৈধ চতুষ্পদী
       ঘ. অবৈধ পক্ষ
 
ইসলামী শিক্ষা
১. সর্বোত্তম ইবাদাত কি?
       ক. কুরআন তিলাওয়াত
       খ. সিয়াম সাধনা
       গ. দান সদকা
       ঘ. সালাতুত তাহাজ্জুদ
 
২. তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানার্জন কর- এটি কার বাণী?
       ক. ইমাম গাজ্জালির
       খ. সক্রেটিসের
       গ. হযরত ওমর (রাঃ)-এর
       ঘ. হযরত মুহাম্মদ (সাঃ)-এর
 
৩. আল্লাহর নিকট সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি কে?
       ক. আবেদ
       খ. বেশি পরহেযগার
       গ. দানশীল
       ঘ. মিতব্যয়ী
 
৪. সকল পাপের জননী কে?
       ক. অপচয়
       খ. অলসতা
       গ. আমানতের খিয়ানত
       ঘ. মিথ্যা
 
৫. মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম ঘর কোনটি?
       ক. বায়তুল মামূর
       খ. বায়তুল মুকাদ্দিস
       গ. মসজিদে কুবা
       ঘ. কাবা শরীফ
 
৬. নিসাব বলতে কি বুঝায়?
       ক. যাকাত দেয়া
       খ. যাকাত নেয়া
       গ. যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরয হয়
       ঘ.যাকাতের কাজে নিয়োজিত হওয়া
 
৭. মুসলমানদের কোন শাসনামলকে জ্ঞান বিজ্ঞানে স্বর্ণযুগ বলা হয়?
       ক. উমাইয়্যা আমল
       খ. আব্বাসী আমল
       গ. খোলাফায়ে রাশেদীনের আমল
       ঘ. মুঘল আমল
 
৮. সিয়াহ সিত্তাহ কি?
       ক. বিশুদ্ধ হাদিস
       খ. পবিত্র বাণী
       গ. জীবনী গ্রন্থ
       ঘ. বিশুদ্ধ ছয়খানা হাদিস গ্রন্থ
 
৯. কাফের ও মুসলমানদের মধ্যে পার্থক্য কি?
       ক. সালাত
       খ. সাওম
       গ. দান খয়রাত
       ঘ. সুন্নাত পালন
 
১০. স্ত্রীরা তোমাদের ভূষণ এবং তোমরা তাদের ভূষণ- এ বাণীটি কার?
       ক. মহানবী (সঃ)-এর
       খ. আল্লাহ তাআলার
       গ. আবু বকর (রাঃ)-এর
       ঘ. ওমর (রাঃ)-এর
 
ভূগোল
১. উচ্চতা বৃদ্ধি পাবার সাথে তাপমাত্রার হ্রাস না পেয়ে বৃদ্ধি পেলে তাকে কি বলে?
       ক. সুপ্ততাপ
       খ. তাপমাত্রার উৎক্রম
       গ. রুদ্ধতাপ
       ঘ. উচ্চতাপ
 
২. শিল্প অবস্থান তত্ত্বের প্রথম প্রবক্তা কে?
       ক. ওয়েবার
       খ. ওয়েগনার
       গ. হাডসন
       ঘ. ক্রিস্টলার
 
৩. বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া ও জলবায়ুর ক্রিয়াকলাপ বিরাজ করে?
       ক. স্ট্রাটোস্ফেয়ার
       খ. আয়নোস্ফেয়ার
       গ. ট্রপোস্ফেয়ার
       ঘ. থার্মোস্ফেয়ার
 
৪. ১ : ২৫০০০ প্রতিভূ অনুপাত হলে ভূমির ১ কিমি মানচিত্রে কত সেমি প্রকাশ করে?
       ক. ২ সেমি
       খ. ৪ সেমি
       গ. ৬ সেমি
       ঘ. ৮ সেমি
 
৫. নিম্নলিখিত কোন নদীটি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে আবার বাংলাদেশে প্রবেশ করেছে?
       ক. আত্রাই
       খ. মহানন্দা
       গ. তিস্তা
       ঘ. সুরমা
 
৬. গাঙ্গেয় বদ্বীপ একটি-
       ক. উত্থিত সমভূমি
       খ. ক্ষয়জাত সমভূমি
       গ. সঞ্চয়জাত সমভূমি
       ঘ. ভূকাঠামোগত ভূমি
 
৭. বাংলাদেশের ঘূর্ণিঝড় কখন হয়?
       ক. মৌসুমীবায়ু প্রবাহকালে
       খ. মৌসুমীবায়ু প্রবাহের পূর্বে
       গ. মৌসুমীবায়ু প্রবাহের পরে
       ঘ. মৌসুমীবায়ু প্রবাহের পূর্বে ও পরে
 
৮. ২০০১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিমিতে কতজন?
       ক. ১০০০০
       খ. ৮৩৪
       গ. ৯৫৫
       ঘ. ১১৩৪
 
৯. এশিয়ার বৃহত্তম কয়লা ভাণ্ডার কোন দেশে অবস্থিত?
       ক. ভারত
       খ. জাপান
       গ. সৌদি আরব
       ঘ. চীন
 
১০. বাংলাদেশের মোট জমির কতভাগ চাষযোগ্য?
       ক. ৬০.৫%
       খ. ৮০.০%
       গ. ৬৭.৫%
       ঘ. ৫০.৭%
 
মনোবিজ্ঞান
১. মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা হচ্ছে-
       ক. চেতনার বিজ্ঞান
       খ. আত্মার বিজ্ঞান
       গ. আচরণের বিজ্ঞান
       ঘ. আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান
 
২. গবেষক প্রাণীর আচরণের উপর যে চলের প্রভাব লক্ষ্য করেন সে চলকে বলা হয়-
       ক. অনির্ভরশীল চল
       খ. নির্ভরশীল চল
       গ. বাহ্যিক চল
       ঘ. অন্তর্বর্তী চল
 
৩. কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়?
       ক. থাইরয়েড গ্রন্থি
       খ. প্যারাথাইরয়েড গ্রন্থি
       গ. পিটুইটারি গ্রন্থি
       ঘ. এডরিনাল গ্রন্থি
 
৪. গুরু মস্তিষ্কের কোন এলাকা দর্শন-এর জন্য দায়ী?
       ক. ফ্রন্টাল লোব
       খ. প্যারাইটাল লোব
       গ. অক্সিপিটাল লোব
       ঘ. টেমপোরাল লোব
 
৫. সংবেদন সৃষ্টির জন্য ন্যূনতম উদ্দীপকের শক্তি বা তীব্রতাকে বলা হয়-
       ক. প্রারম্ভি সীমা
       খ. প্রভেদক সীমা
       গ. সংবেদনের সমতা
       ঘ. সাইকোফিজিক্স
 
৬. চিরায়ত সাপেক্ষীকরণের প্রবক্তা হচ্ছেন-
       ক. হাল
       খ. টলম্যঅন
       গ. প্যাভলব
       ঘ. স্কিনার
 
৭. যখন নতুন শিক্ষণ পুরাতন শিক্ষণের স্মৃতির উপর বাধা সৃষ্টি করে তাকে বলা হয়-
       ক. অনুশিক্ষণ প্রতিবন্ধকতা
       খ. পূর্বশিক্ষণ প্রতিবন্ধকতা
       গ. স্নায়ুবিক ছাপ
       ঘ. বিস্মৃতি
 
৮. বুদ্ধি পরিমাপের অভীক্ষা সর্বপ্রথম কে তৈরি করেন?
       ক. ওয়েসলার
       খ. বিনে
       গ. ক্যাটলে
       ঘ. টাবম্যান
 
৯. গড়, মধ্যমা ও প্রচুরক হল-
       ক. বিচ্যুতি
       খ. কেন্দ্রীয় প্রবণতা
       গ. পরিসর
       ঘ. ভেদাঙ্ক
 
১০. নিম্নের সাফল্যাংকের গড় বিচ্যুতি হল-
৬, ৮, ১০, ১২, ১৪, ১৬, ১৮
       ক. ৩.৪৩
       খ. ৪.৪৩
       গ. ২.৫৫
       ঘ. ১.৪৫
 
গার্হস্থ্য অর্থনীতি
১. গৃহ ব্যবস্থাপনার স্তর হিসেবে বিবেচিত হয় না কোনটি?
       ক. সংগঠন
       খ. নিয়ন্ত্রণ
       গ. মূল্যায়ন
       ঘ. বিকল্প অনুসন্ধান
 
২. শারীরিক ক্লান্তি হ্রাসের উপায় কি?
       ক. ব্যবস্থাপনার পদ্ধতি অনুসরণ
       খ. কাজ সহজকরণের দ্বারা
       গ. বাড়ির নকশা পরিকল্পনার দ্বারা
       ঘ. উপরের কোনটিই না
 
৩. প্রভিডেন্ট ফান্ড কোন ধরনের সঞ্চয়?
       ক. স্বেচ্ছামূলক সঞ্চয়
       খ. বাধ্যতামূলক সঞ্চয়
       গ. ব্যাংকের মাধ্যমে সঞ্চয়
       ঘ. চলতি হিসাবে সঞ্চয়
 
৪. কলম তৈরির ‍সুবিধা কি?
       ক. কলমের গাছে রোগ বিস্তার করে না
       খ. কলমের গাছে শিকড় কম হয়
       গ. কলমের গাছে অল্প সময়ে ফুল ও ফল আসে
       ঘ. কলমের সাহায্যে গাছকে অনেকদিন বাঁচানো যায়
 
৫. পরিবারের অন্যতম বৈশিষ্ট্য হল-
       ক. নৈতিক শিক্ষা
       খ. নির্দিষ্ট বাসস্থান
       গ. নির্দিষ্ট জমি
       ঘ. সময়ানুবর্তিতা
 
৬. শিশুর প্রথম কান্নার কারণ-
       ক. ফুসফুসে বায়ু প্রবেশের জন্য
       খ. মায়ের মনোযোগ আকর্ষণের জন্য
       গ. ক্ষুধার জন্য
       ঘ. শারীরিক অসুবিধার জন্য
 
৭. চর্বিতে দ্রবণীয় ভিটামিন হল-
       ক. এ, বি
       খ. সি, ডি
       গ. এ, ডি
       ঘ. বি, ডি
 
৮. পাস্তুরাইজেশন- পদ্ধতিতে ব্যবহৃত তাপমাত্রা-
       ক. ৯০° সে
       খ. ১০০° সে
       গ. ১২০° সে
       ঘ. ১৪০° সে
 
৯. প্রত্যেক পরিণত ডিম্বাণু ও শুক্রাণুতে উপস্থিত থাকে-
       ক. ২১টি করে ক্রোমোসোম
       খ. ২২ জোড়া ক্রোমোসোম
       গ. ২৩টি করে ক্রোমোসোম
       ঘ. ২৩ জোড়া ক্রোমোসোম
 
১০. হাইপোগ্লাইসেমিয়া- বলতে কি বুঝায়?
       ক. রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি
       খ. রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস
       গ. রক্তে হাইড্রোজেনের পরিমাণ বৃদ্ধি
       ঘ. রক্তে হাইড্রোজেনের পরিমাণ হ্রাস
 
গণিত
১. i51 এর মান-
       ক. i
       খ. -i
       গ. 1
       ঘ. -1
 
২. z = x + iy একটি জটিল চলরাশি হলে ∣z∣ = 2 দ্বারা নির্দেশিত লেখচিত্র একটি-
       ক. সরলরেখা
       খ. বৃত্ত
       গ. অধিবৃত্ত
       ঘ. পরাবৃত্ত
 
৩. P ম্যাট্রিক্সের মাত্রা 2×3 এবং Q ম্যাট্রিক্সের মাত্রা 3×2 হলে QP এর মাত্রা-
       ক. 3x3
       খ. 2×2
       গ. 3×2
       ঘ. 2×3
 
৪. 1 + 1/3 + 1/9 + 1/27 + ......... অসীম ধারাটির যোগফল-
       ক. 4/3
       খ. 5/3
       গ. 8/3
       ঘ. 3/2
 
৫. f(x) = x2 – 4x + 9 এর ন্যূনতম মান-
       ক. 2
       খ. 4
       গ. 8
       ঘ. 5
 
৬. (-3, -4) কেন্দ্রবিশিষ্ট বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির ব্যাসার্ধ-
       ক. 5
       খ. 3
       গ. 4
       ঘ. 7
 
৭.
       ক. সমান্তরাল
       খ. লম্ব
       গ. 30° কোণে আনত
       ঘ. 60° কোণে আনত
 
৮. একটি বৃত্তের ব্যাসার্ধ 2 গুণ বাড়ালে এর ক্ষেত্রফল বাড়বে-
       ক. 2 গুণ
       খ. 4 গুণ
       গ. 6 গুণ
       ঘ. 8 গুণ
 
৯. x + 2y + 1 = 0 এবং 2x – y + 3 = 0 রেখাদ্বয় পরস্পর-
       ক. সমান্তরাল
       খ. লম্ব
       গ. সমাপতিত
       ঘ. কোনটিই নয়
 
১০. পোলার স্থানাংক (2, 330°) এর জন্য কার্তেসীয় স্থানাংক-
       ক. (√3, -1)
       খ. (1, √3)
       গ. (-√3, 1)
       ঘ. (-1, √3)