সেট কোড- ১

 

সময় : ১ ঘণ্টা                    পূর্ণমান : ১০০

 

নিম্নের বাক্য দুটি OMR উত্তরপত্রের নিচের অংশে ক এবং খ চিহ্নিত স্থানে লিখতে হবে।

ক) বাংলায় : আমি ক্রিকেট খেলি।

খ) ইংরেজিতে : I play cricket.

 

১. জীবন বন্দনা- কবিতাটি কোন ছন্দে রচিত?

       ক. মাত্রাবৃত্তে

       খ. অক্ষরবৃত্তে

       গ. স্বরবৃত্তে

       ঘ. মুক্তক অক্ষরবৃত্তে

 

২. দণ্ডযুদ্ধ- কোন সমাস?

       ক. দ্বন্দ্ব

       খ. কর্মধারয়

       গ. বহুব্রীহি

       ঘ. তৎপুরুষ

 

৩. আচ্ছন্ন- শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

       ক. আ+ছদ্+ত

       খ. আ+ছদ+ত

       গ.  আ+√ছদ্+ত

       ঘ. আ+√ছদ+ত

 

৪. সম্পদ-এর সন্ধি বিচ্ছেদ হল-

       ক. সম+পদ

       খ. সম্+পদ

       গ. সম্পদ+অ

       ঘ. সম্পদ্+অ

 

৫. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় কবে?

       ক. ৫ মার্চ ১৯৭৩

       খ. ৬ এপ্রিল ১৯৭৩

       গ. ১১ এপ্রিল ১৯৭৩

       ঘ. ৭ মার্চ ১৯৭৩

 

৬. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

       ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

       খ. জনাব সৈয়দ নজরুল ইসলাম

       গ. জনাব তাজউদ্দিন আহমদ

       ঘ. জনাব এ এইচ এম কামরুজ্জামান

 

৭. We ran ...... the thief. শূণ্যস্থানে কোন শব্দটি বসবে?

       ক. into

       খ. after

       গ. out

       ঘ. to

 

৮. এলোমেলো- শব্দের সঠিক phrase কোনটি?

       ক. at stake

       খ. at issue

       গ. at the point of

       ঘ. at sixes and sevens

 

৯. Imminent- শব্দের অর্থ কোনটি?

       ক. প্রসিদ্ধ

       খ. পারদর্শী

       গ. আসন্ন

       ঘ. কোনটিই নয়

 

১০. কোন বাক্যটি সঠিক?

       ক. Dog is inferior than a man

       খ. A dog if inferior to a man

       গ. উপরের দুটিই সঠিক

       ঘ. উপরের কোনটিই সঠিক নয়

 

১১. f(x) = -√(1-x2) ফাংশনটির ডোমেন

       ক. [-1,1]

       খ. (-∞,∞)

       গ. (-∞,0)

       ঘ. [-1,0]