সমাজবিজ্ঞান অনুষদ
 
সেট- ১
 
সময় : ১ ঘণ্টা                      পূর্ণমান : ১০০
 
বিশেষ নির্দেশিকা : মোট প্রশ্ন ১০০টি। প্রতিটি ভেূল উত্তরের জন্য ০.৩০ নম্বর কাটা যাবে। পরীক্ষা শেষে উত্তরপত্রের সঙ্গে প্রশ্নপত্রও কর্তব্যরত শিক্ষকের নকিট জমা দিতে হবে। OMR Sheet-এর নিচের অংশে নির্ধারিত স্থানে নিম্নলিখিত বাক্য দুটি লিখতে হবে।
১. শিক্ষাই জাতির মেরুদণ্ড
2. Education is the backbone of a nation
 
১. I'll ..... their eat while they are away on holiday.
       ক. be looking onto
       খ. be looking at
       গ. be looking after
       ঘ. be looking over
 
২. What is the synonym of vociferous?
       ক. numerous
       খ. bountiful
       গ. strident
       ঘ. garrulous
 
৩. I work in an office form 9 AM to 5 PM. I ..... in my office at the moment, I ...... in a coffee shop.
       ক. don't work/ sit
       খ. am not working/ am sitting
       গ. don't work/ sitting
       ঘ. am not working/ sit
 
৪. Asif ..... in Tokyo for five years, but he left in 1993.
       ক. have been
       খ. have lived
       গ. had lived
       ঘ. lived
 
৫. He came to see ...... last night.
       ক. I
       খ. me
       গ. my
       ঘ. mine
 
৬. There are some ..... playing in the park.
       ক. child's
       খ. childs
       গ. children
       ঘ. childrens
 
৭. Giving knives that cut ....... a wedding present is considered bad luck.
       ক. after
       খ. as
       গ. before
       ঘ. in
 
৮. You don't want to come, .... ?
       ক. didn't you
       খ. haven't you
       গ. you do
       ঘ. do you
 
৯. His new novel has met with ..... acclaim.
       ক. great
       খ. dreadful
       গ. pronounced
       ঘ. wholehearted
 
১০. He really wants that promotion. He's going all ..... to get it.
       ক. things
       খ. out
       গ. off
       ঘ. in
 
১১.সন্ধি- ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
       ক. রূপতত্ত্ব
       খ. ধ্বনিতত্ত্ব
       গ. পদক্রম
       ঘ. বাক্য প্রকরণ
 
১২. বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
       ক. ৬টি
       খ. ৯টি
       গ. ১০টি
       ঘ. ৭টি
 
১৩. কোনটি শুদ্ধ বানান?
       ক. পাষান
       খ. পাষাণ
       গ. পাশান
       ঘ. পাসাণ
 
১৪. নিচের কোন শব্দটি তদ্ভব নয়?
       ক. চন্দ্র
       খ. সূর্য
       গ. চাঁদ
       ঘ. গগণ
 
১৫. অধিকারণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ-
       ক. বাড়ি থেকে নদী দেখা যায়
       খ. তিনি ঢাকা থেকে এসেছেন
       গ. সোমবার থেকে পরীক্ষা শুরু
       ঘ. জমি থেকে ফসল পাই
 
১৬. অচিন- শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
       ক. নেতিবাচক
       খ. বিয়োগান্তক
       গ. নঞর্থক
       ঘ. অজানা
 
১৭. আমি কিংবদন্তীর কথা বলছি-এর রচয়িতা কে?
       ক. সিকান্দার আবু জাফর
       খ. আবু জাফর ওবায়দুল্লাহ
       গ. ফররুখ আহমদ
       ঘ. আহসান হাবীব
 
১৮. যে ভূমিতে ফসল জন্মায় না-
       ক. পতিত
       খ. অনুর্বর
       গ. ঊষর
       ঘ. বন্ধা
 
১৯. পায়াভারী- বাগধাররি অর্থ কী?
       ক. অহংকার
       খ. বেকায়দা
       গ. বেহায়া
       ঘ. নির্দয়
 
২০. পরভৃত- শব্দের অর্থ কী?
       ক. কাক
       খ. কোকিল
       গ. বক
       ঘ. আম্র
 
২১. ১, ৩, ৬, ১০, ১৫, ২১, ........ ধারাটির দশম সংখ্যাটি কত?
       ক. ৪৫
       খ. ৫৫
       গ. ৬২
       ঘ. ৭২
 
২২. একিট ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হল, তার দেড়গুণ কট আউট হল এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হল। দলের কত জন কট আউট হল?
       ক. ২ জন
       খ. ৪ জন
       গ. ৩ জন
       ঘ. ৫ জন
 
২৩. ‍a – (1/a) = 3 হলে a2 + (1/a2) = কত?
       ক. 7
       খ. 9
       গ. 13
       ঘ. 11
 
২৪. (a-b)/ab + (b-c)/bc + (c-a)/ca = কত?
       ক. 0
       খ. 1/2
       গ. 1/3
       ঘ. 1/4
 
২৫. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৪ ও ৫ সেমি হলে তার অতিভুজের মান কত?
       ক. ৯ সেমি
       খ. √৪১ সেমি
       গ. ৪১ সেমি
       ঘ. ৬ সেমি
 
২৬. কোন আসল ৩ বছরে সুদ-আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদ-আসলে ৫০০ টাকা হলে শতকরা সুদের হার কত?
       ক. ১০%
       খ. ২০%
       গ. ১৫%
       ঘ. ৫%
 
২৭. যদি ax2 + 7x + 6 = (x+2)(2x+3) হয় তাহলে x এর মান কত?
       ক. 1
       খ. 2
       গ. 3
       ঘ. 4
 
২৮. কোন সংখ্যার ৬গুণ থেকে ১৫গুণের পার্থক্য ৬৩?
       ক. ৬
       খ. ৭
       গ. ৩
       ঘ. ৯
 
২৯. একটি ত্রিভুজের কোণগুলোর অনপপাত হচ্ছে ২ : ৩ : ৪, কোণগুলো কত?
       ক. ৮০°, ৯০°, ১৬০°
       খ. ৩০°, ৪৫°, ৯০°
       গ. ৪০°, ৬০°, ৮০°
       ঘ. ৫০°, ৩০°, ৯০°
 
৩০. 9a2+16b2 রাশিটির সাথে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
       ক. 12ab
       খ. 24ab
       গ. 36ab
       ঘ. 144ab
 
৩১. বৃটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কি?
       ক. পার্লামেন্ট
       খ. হাউস অব লর্ডস
       গ. সিনেট
       ঘ. হাউস অব কমন্স
 
৩২. বৃটেনের সরকার ব্যবস্থা কোন ধরনের?
       ক. রাষ্ট্রপতি শাসিত
       খ. রাজতান্ত্রিক
       গ. সেমি-প্রেসিডেন্টশিয়াল
       ঘ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
 
৩৩. মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবার জন্য একজন মার্কিন নাগরিককে অন্ততপক্ষে কত বছর বয়স্ক হতে হয়-
       ক. ৩০ বছর
       খ. ৩৫ বছর
       গ. ২৫ বছর
       ঘ. ১৮ বছর
 
৩৪. হুইগ ও টোরি পার্টির জন্ম হয়েছিল কোন দেশে?
       ক. মার্কিন যুক্তরাষ্ট্র
       খ. যুক্তরাজ্য
       গ. জাপান
       ঘ. ফ্রান্স
 
৩৫. নিখিল ভারত মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
       ক. ১৮৮৫
       খ. ১৯০৬
       গ. ১৯১১
       ঘ. ১৯৪৭
 
৩৬. উর্দু এবং উর্দুই হোক পাকিস্তানের রাষ্ট্রভাষা- ১৯৪৮ সালে এই ঘোষণা দিয়েছিলেন কোন রাজনীতিবিদ?
       ক. লিয়াকত আলী খান
       খ. মোহাম্মদ আলী জিন্নাহ
       গ. ইস্কান্দার মির্জা
       ঘ. গভর্নর মোনায়েম খান
 
৩৭. বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?
       ক. সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে
       খ. জনগণের সরাসরি ভোটের মাধ্যমে
       গ. জনগণের অ-প্রত্যক্ষ ভোটের মাধ্যমে
       ঘ. কোনটিই নয়
 
৩৮. বাংলাদেশের একজন ভোটারের বয়স কমপক্ষে কত?
       ক. ১৬ বছর
       খ. ১৮ বছর
       গ. ২০ বছর
       ঘ. ২২ বছর
 
৩৯. পাকিস্তানের মৌলিক গণতন্ত্র আদেশ কত সালে জারি করা হয়েছিল?
       ক. ১৮৮৫
       খ. ১৯৫৮
       গ. ১৯৫৯
       ঘ. ১৯৭৩
 
৪০. শ্রেণী ও শ্রেণী সংগ্রামের তত্ত্ব-এর প্রবক্তা কোন দার্শনিক?
       ক. হেগেল
       খ. ম্যাক্স ওয়েবার
       গ. রুশো
       ঘ. ম্যাকিয়াভেলী
 
৪১. পৃথিবীর মহাকাশের একটি-
       ক. নক্ষত্র
       খ. উপগ্রহ
       গ. জ্যোতিষ্ক
       ঘ. নীহারিকা
 
৪২. গুরুবৃত্ত হল-
       ক. যে কোন অক্ষরেখা
       খ. ০° বরাবর পৃথিবীকে বেষ্টনকারী অক্ষরেখা
       গ. বিশাল আকৃতির বৃত্ত
       ঘ. ভূ-পৃষ্ঠেলর যে কোন দুটি স্থানের সর্বোচ্চ দূরত্ব
 
৪৩. বায়ুমণ্ডলে প্রাচুর্য্যতার ভিত্তিতে আর্গনের স্থান কত?
       ক. দ্বিতীয়
       খ. তৃতীয়
       গ. চতুর্থ
       ঘ. পঞ্চম
 
৪৪. রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা খেলা লন্ডনের স্থানীয় সময় রাত ৮টায় (GMT) শুরু হলে বাংলাদেশের কোন সময়ে দেখা যাবে?
       ক. রাত ১১টায়
       খ. রাত ১টায়
       গ. রাত ২টা
       ঘ. সকাল ৬টায়
 
৪৫. ৯০° দ্রাঘিমার দুপুর ১২টা হলে মূল  মধ্যরেখার সময় কত হবে?
       ক. রাত ৯টা
       খ. সকাল ৬টা
       গ. রাত ৩টা
       ঘ. সন্ধ্যা ৬টা
 
৪৬. বায়ুপ্রবাহ সৃষ্টি হয় কিসের প্রভাবে?
       ক. কোরিওলিস ইফেক্ট
       খ. কেন্দ্রাভিমূক শক্তি
       গ. মাধ্যাকর্ষণ
       ঘ. চাপের নতিমাত্রা
 
৪৭. পৃথিবীর নিজ অক্ষের ওপর একবার আবর্তন করতে সময় লাগে?
       ক. ২৩ ঘণ্টা ৩০ মিনিট
       খ. ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪.৯ সেকেন্ড
       গ. ২৪ ঘণ্টা
       ঘ. ২৩ ঘণ্টা ১০ মিনিট ২ সেকেন্ড
 
৪৮. ভারত মহাসাগর ও আরব মহাসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী?
       ক. পক প্রণালী
       খ. বেরিং প্রণালী
       গ. জিব্রাল্টার প্রণালী
       ঘ. মালাক্কা প্রণালী
 
৪৯. বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত?
       ক. ৪৭৯১ কিমি
       খ. ৩৭১৫ কিমি
       গ. ২৮৩ কিমি
       ঘ. ৪৪৫৫ কিমি
 
৫০. সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে গোষণা করে কোন প্রতিষ্ঠান?
       ক. UNESCO
       খ. UNICEF
       গ. ACTION AID
       ঘ. WORLD TOURISM CENTER
 
৫১. জাতীয় সংসদের প্রথম নারী হুইপ কে?
       ক. সাজেদা চৌধুরী
       খ. মতিয়া চৌধুরী
       গ. খুরশীদ জাহান হক
       ঘ. সাগুফতা ইয়াসমিন এমিলি
 
৫২. Warrent of precedance কি?
       ক. মানক্রমপত্র
       খ. গ্রেফতারি পরোয়ানা
       গ. অধিপত্র
       ঘ. সম্পত্তি নিলামের পরোয়ানা
 
৫৩. ২০১০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
       ক. সেবাস্তিয়ান সান হোসে
       খ. হাওয়ার্ড জ্যাকবসন
       গ. টম ম্যাকার্থি
       ঘ. লিউ সিয়াওবে
 
৫৪. বাংলাদেশের মন্ত্রণালয়ের সংখ্যা কত?
       ক. ৪৭
       খ. ৪৮
       গ. ৪৬
       ঘ. ৩৯
 
৫৫. দ্য প্রিন্স-এর রচয়িতা কে?
       ক. এরিস্টটল
       খ. প্লেটো
       গ. ম্যাকিয়াভেলী
       ঘ. জন স্টুয়ার্ট মিল
 
৫৬. দেশে উপজেলা পদ্ধতি কবে প্রবর্তিত হয়েছিল?
       ক. ১৯৮৩ সালে
       খ. ১৯৮৪ সালে
       গ. ১৯৮৭ সালে
       ঘ. ১৯৮৫ সালে
 
৫৭. কোন দেশে প্রথম মহিলাদের ভোটাধিকার প্রদান করা হয়?
       ক. বাহামা
       খ. নরওয়ে
       গ. সুইডেন
       ঘ. নিউজিল্যান্ড
 
৫৮. বাংলাদেশের মুজিবনগর সরকার কবে প্রতিষ্ঠিত হয়?
       ক. ১৭ এপ্রিল ১৯৭১
       খ. ১৭ মে ১৯৭১
       গ. ১৭ জুন ১৯৭১
       ঘ. ১৭ জুলাই ১৯৭১
 
৫৯. বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে?
       ক. খালেকুজ্জামান চৌধুরী
       খ. ড. মিজানুর রহমান
       গ. মোহাম্মদ জমির
       ঘ. মাহবুব-ই-আলম
 
৬০. লাহোর প্রস্তাব- উপস্থাপন করেন কে?
       ক. মাওলানা ভাসানী
       খ. তাজউদ্দিন আহমেদ
       গ. এ কে ফজলুল হক
       ঘ. উপরের কেউ নন
 
৬১. বাংলাদেশে সর্বমোট কতটি শহর আছে?
       ক. ৩৬০
       খ. ৪১০
       গ. ৫২২
       ঘ. ১৪০
 
৬২. বাংলাদেশে বর্তমানে মোট কত ধরনের/প্রকারের পৌরসভা আছে?
       ক. ৭
       খ. ৩
       গ. ৫
       ঘ. ৪
 
৬৩. নিচের কোন নগরটিতে কোন উন্নয়ন কর্তৃপক্ষ নেই?
       ক. ঢাকা
       খ. সিলেট
       গ. চট্টগ্রাম
       ঘ. রাজশাহী
 
৬৪. প্রতিটি ইউনিয়ন পরিষদে কতজন নির্বাচতি মহিলা সদস্য থাকেন?
       ক. ৪ জন
       খ. ৩ জন
       গ. ৬ জন
       ঘ. ২ জন
 
৬৫. বিশ্বের মোট জনসংখ্যা আনুমানিক শতকরা কত ভাগ নগরে বসবাস করে?
       ক. ৫০
       খ. ৬৫
       গ. ৪০
       ঘ. ৭০
 
৬৬. নিচের কোনটিকে স্থানীয় সরকার বলা হয়?
       ক. জেলা প্রশাসক
       খ. জেলা পরিষদ
       গ. আঞ্চলিক উন্নয়ন কর্তৃপক্ষ
       ঘ. নগর উন্নয়ন কর্তৃপক্ষ
 
৬৭. ঢাকা মহানগরী মোঘল আমলে কি নামে পরিচিত ছিল?
       ক. জাহাঙ্গীরনগর
       খ. ইসলামনগর
       গ. পুণ্ড্রনগর
       ঘ. ডাকার
 
৬৮. দুর্যোগজনিত জীভনের ঝুঁকি বিবেচনায় ঢাকা মহানগর কিভাবে পরিচিত?
       ক. মাঝারি ঝুঁকিপূর্ণ
       খ. কম ঝুঁকিপূর্ণ
       গ. ঝুঁকিপূর্ণ নয়
       ঘ. মারাত্মক ঝুঁকিপূর্ণ
 
৬৯. টেকসই উন্নয়নের মূল বিষয় কি?
       ক. অর্থনৈতিক
       খ. পরিবেশ
       গ. সামাজিক
       ঘ. সবগুলো
 
৭০. কক্সবাজার হল-
       ক. সমুদ্রবন্দর
       খ. শিল্পাঞ্চল
       গ. নদীবন্দর
       ঘ. কোনটিই নয়
 
৭১. বর্তমানে ব্যক্তি (পুরুষ) করদাতাদের করমুক্ত আয়সীমা কত?
       ক. ২০০০০০ টাকা
       খ. ১৮০০০০ টাকা
       গ. ১৬৫০০০ টাকা
       ঘ. ১৮০০০০ টাকা
 
৭২. ২০০৮-০৯ অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আয় কত ছিল?
       ক. ১৬ বিলিয়ন ডলার
       খ. ১২ বিলিয়ন ডলার
       গ. ১৮ বিলিয়ন ডলার
       ঘ. ২০ বিলিয়ন ডলার
 
৭৩. প্রাইভেটাইজেশন কমিশন এ পর্যন্ত কয়টি সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে হস্তান্তর করেছে?
       ক. ৮০
       খ. ৮৫
       গ. ৭৪
       ঘ. ৮২
 
৭৪. বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের অবদান কত?
       ক. ৪৯%
       খ. ৫৫%
       গ. ৬৫%
       ঘ. ৭৫%
 
৭৫. গার্মেন্টসে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি কত?
       ক. ২৫০০ টাকা
       খ. ৩০০০ টাকা
       গ. ২৮০০ টাকা
       ঘ. ৩৫০০ টাকা
 
৭৬. মানব সম্পদ উন্নয়নসূচক- ২০০৯ এ বাংলাদেশের অবস্থান কত?
       ক. ১৩৫তম
       খ. ১৩৯তম
       গ. ১৪৬তম
       ঘ. ১৭৮তম
 
৭৭. নিচের কোনটি বাংলাদেশের আর্থিক বছর?
       ক. অক্টোবর-আগস্ট
       খ. জুলাই-জুন
       গ. জুন-মে
       ঘ. জানুয়ারি-ডিসেম্বর
 
৭৮. বর্তমানে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয় কোন খাত থেকে?
       ক. আয়কর
       খ. মূল্য সংযোজন কর
       গ. আবগারি শুল্ক
       ঘ. সম্পূরক শুল্ক
 
৭৯. ২০০৯-১০ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী-র (এডিপি) আকার কত?
       ক. ২৮৫০০ কোটি টাকা
       খ. ৩০৫০০ কোটি টাকা
       গ. ৩৫০০০ কোটি টাকা
       ঘ. ৩৮৫০০ কোটি টাকা
 
৮০. নিচের কোন উপাদানটি উৎপাদকের যোগানকে প্রভাবিত করে?
       ক. জনসংখ্যা
       খ. ভোক্তার রুচি
       গ. কর ও ভর্তুকি
       ঘ. সবগুলো
 
৮১. বাংলাদেশে মণিপুরী সম্প্রদায়ের প্রধান আবাসস্থল-
       ক. কক্সবাজার
       খ. ময়মনসিংহ
       গ. পার্বত্য চট্টগ্রাম
       ঘ. সিলেট
 
৮২. শিল্প বিপ্লব কোথায়, কবে সংঘটিত হয়েছিল?
       ক. কানা, ১৯৭০
       খ. ইউরোপ, ১৭৭২
       গ. আমেরিকা, ১৭৬৪
       ঘ. চীনে, ১৭৭২
 
৮৩. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম বাণিজ্য কুঠি স্থাপিত হয় কোথায়?
       ক. মীরাট
       খ. সুরাত
       গ. কলকাতা
       ঘ. বোম্বে
 
৮৪. মান্দী জাতিগোষ্ঠীর সদস্যরা অপর কি নামে পরিচিত?
       ক. কুর্মী
       খ. গারো
       গ. খুমি
       ঘ. হাজং
 
৮৫. কার শাসনামলে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়?
       ক. জিয়াউর রহমান
       খ. বেগম খালেদা জিয়া
       গ. এইচ এম এরশাদ
       ঘ. শেখ হাসিনা
 
৮৬. শিখ ধর্মের প্রবর্তক কে?
       ক. গুরু গোবিন্দ
       খ. গুরু নানক
       গ. সুরনজিত সিং
       ঘ. ভিদ্রানওয়ালা
 
৮৭. এনডোগেমী হল-
       ক. একই সমাজে গোষ্ঠীর মধ্যকার বিবাহের রীতি
       খ. ভিন্ন সমাজ গোষ্ঠীর মধ্যকার বিবাহের রীতি
       গ. দুই বা ততোধিক সমাজ গোষ্ঠীর মধ্যকার ববাহের রীতি
       ঘ. একটিও না
 
৮৮. স্বেচ্ছাসেবী সংগঠণ হয়-
       ক. যে সংগঠনে মানুষ স্বেচ্ছায় যোগদান ও ত্যাগ করতে পারে
       খ. যে সংগঠনে মানুষকে বলপূর্বক যোগদানে বাধ্য করা হয়
       গ. যে সংগঠনে মানুষকে রক্ত সম্পর্ক দ্বারা আবদ্ধ করা হয়
       ঘ. উপরের একটিও নয়
 
৮৯. Myth হল-
       ক. ধর্মকাহিনী
       খ. বহুঈশ্বরবাদ
       গ. মহাত্রাণবাদ
       ঘ. আচার
 
৯০. প্যারালাল কাজিন-এর উদাহরণ-
       ক. ব্যক্তির বাবার ভাইয়ের সন্তান
       খ. ব্যক্তির বাবার বোনের সন্তান
       গ. ব্যক্তির মায়ের বোনের সন্তান
       ঘ. উপরের একটিও নয়
 
৯১. কোন একটি পণ্যের দাম প্রথমে ১৫% বাড়ানো হল এবং এরপর ১৫% কমানো হলে দাম-
       ক. পরিবর্তন হয় না
       খ. ২.২৫% বাড়ে
       গ. ২.২৫% কমে
       ঘ. কোনটিই নয়
 
৯২. D-F-H-J-K-N-P-R কোন অক্ষরটি বেমানান?
       ক. P
       খ. N
       গ. K
       ঘ. F
 
৯৩. ললিতা, কাবেরী থেকে লম্বা, বিপাশা ললিতা থেকে খাটো। নিচের কোনটি সঠিক?
       ক. বিপাশা কাবেরী থেকে লম্বা
       খ. বিপাশা এবং কাবেরী সমান
       গ. বিপাশা কাবেরী থেকে খাটো
       ঘ. কোনটিই নয়
 
৯৪. COOLDERIC এর প্রতিটি অক্ষরকে যদি সাজানো হয় তবে কিসের নাম পাওয়া যাবে?
       ক. সমুদ্র
       খ. প্রাণী
       গ. দেশ
       ঘ. পানীয়
 
৯৫. যদি y(x-1) = z হয় তবে x = ?
       ক. y-z
       খ. z(y+1)
       গ. y(z-1)
       ঘ. z(y-1)
 
৯৬. কোন মূলধন ২ বছরে বার্ষিক সরল সুদে ২৮০০ টাকা এবং ৫ বছরে ৩২০০ টাকা হয়। মূলধন ও সুদের হার কত?
       ক. ২০০০.৫%
       খ. ২৫০০.৬%
       গ. ১০০০.১০%
       ঘ. কোনটিই নয়
 
৯৭. আয়নার ঘড়ির কাঁটায় যদি দেখা যায় ৫:০০টা বাজে তবে ঘড়িতে আসল সময় কত?
       ক. ৪:০০
       খ. ৭:০০
       গ. ৮:০০
       ঘ. ৬:১৫
 
৯৮. একটি শ্রেণীতে ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ৪০% শিক্ষার্থী বালক, ঐ শ্রেণীতে বালিকার সংখ্যা কত?
       ক. ১২
       খ. ১৪
       গ. ১৮
       ঘ. ২১
 
৯৯. ১৬√২ - ৪√২ = ?
       ক. ১২
       খ. ১২√২
       গ. ১২√২
       ঘ. ২০
 
১০০. একটি বর্গক্ষেত্রে বাহুকে চারগুণ বড় করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
       ক. ২
       খ. ৪
       গ. ৮
       ঘ. ১৬