বিষয়

বাংলা

 

১. খানসামা রেস্তোঁরায় টাইমলি হাজির।– এ বাক্যটিতে আছে যথাক্রমে
  ক. ফারসি, ফরাসি, ইংরেজি ও আরবি শব্দ
  খ. আরবি, ফরাসি, ইংরেজি ও ফারসি শব্দ
  গ. আরবি, ইংরেজি, ফরাসি ও ফারসি শব্দ
  ঘ. ফারসি, ইংরেজি, ফরাসি ও আরবি শব্দ

 

২. ‘অর্থহীন অপব্যয়’ প্রকাশ করে কোনটি?
ক. মশা মারতে কামান দাগা
খ. ভস্মে ঘি ঢালা
গ. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
ঘ. গরু মেরে জুতা দান

 

৩. ‘সব ক’টা জানালা খুলে দাও না।’- বাক্যে ‘না’ এর ব্যবহার
ক. নঞর্থক
খ. অস্ত্যর্থক
গ. নিরর্থক
ঘ. অলঙ্কারসূচক

 

৪. ‘শোনা যায় এমন’- এক কথায় হবে
ক. শ্রুতিগ্রাহ্য
খ. শ্রুতিমধুর
গ. শ্রুতিযোগ্য
ঘ. শ্রুতিধর

 

৫. ‘জ’ উচ্চারণে কোন কোন প্রত্যঙ্গের প্রয়োজন হয়?
ক. দন্ত্যমূল ও জিহ্বার সম্মুখ ভাগ
খ. দন্ত্যমূলের শেষাংশ ও জিহ্বার পাতা
গ. জিহ্বার গোড়ালি ও তালুর নরম অংশ
ঘ. দু’ঠোঁটের সংস্পর্শ

 

৬. তৎ+হিত> তদ্ধিত- কোন ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া?
ক. সম্প্রকর্ষ
খ. বিষমীভবন
গ. স্বরসঙ্গতি
ঘ. সমীভবন

 

৭. সংস্কৃত উপসর্গের উদাহরণ
ক. নিখোঁজ
খ. নিগ্রহ
গ. নিখুঁত
ঘ. নিলাজ

 

৮. ‘রাজ্যশাসনের রীতিনীতি/ সূক্ষ্মভাবে রয়েছে ইহাতে’- কোন রচনার অন্তর্গত?
ক. অর্ধাঙ্গী
খ. শকুন্তলা
গ. ভাষার কথা
ঘ. সাহিত্যে খেলা

 

৯. আমি বললাম তুমি গৃহদাহ পড়িয়াছ কি- এ বাক্যে কয়টি বিরামচিহ্ন বসবে?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

 

১০. ‘ঝানু’র বিপরীতার্থক শব্দ
ক. চতুর
খ. পটু
গ. বোকা
ঘ. অপটু

 

১১. ‘ন্যায্য অধিকারস্বত্ত্ব এক কথা, অন্যায়ের ওপর ভাগ্য লাভ অন্য কথা।’- কোন রচনার অংশ?
ক. বিলাসী
খ. সৌদামিনী
গ. একটি তুলসী গাছের কাহিনী
ঘ. একুশের গল্প

 

১২. ‘কত ঊর্ণাজাল বুনে/ কেটেছে’- ‘একটি ফটোগ্রাফ’ কবিতার চরণাংশটিতে প্রকাশ পেয়েছে
ক. উদ্বেগ
খ. স্মৃতিবেদনা
গ. মর্মদাহ
ঘ. বিষণ্নতা

 

১৩. ‘বিলাসী’ গল্পে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের ঘটনা কিসের পরিচয়
ক. ঔদার্যর
খ. মহত্ত্বের
গ. দান-ধ্যানের
ঘ. সংকীর্ণতার

 

১৪. ‘জীবন-বন্দনা’ কবিতায় কোনটি ফলদায়ক কাজ নয়?
ক. উল্কার মতো ঘোরা
খ. অরণ্য কাটা
গ. ধ্বংস সাধন করা
ঘ. বিপ্লব করা

 

১৫. কোন শব্দটি সন্ধিজাত?
ক. দুধভাত
খ. তেতো
গ. চচ্চড়ি
ঘ. কেকা

 

১৬. অনুসর্গ ব্যবহারের ক্ষেত্রে সাধুরীতিতে অনুসর্গের পূর্ণরূপ ও চলিতরীতিতে সংক্ষিপ্ত রূপ
ক. হয়
খ. কখনো কখনো হয়
গ. হয় না
ঘ. কখনোই হয় না

 

১৭. ‘এখন টক শো-র কল্যানে সবাই পন্ডিত ও বুদ্ধিজীবির ভূমিকায় অবতীর্ণ হইয়াছে, উপদেশও বর্ষন করছে, কিন্তু তার বেশির ভাগই অর্থহিন বিস্বাদ ও তিক্ত।– চলিত ভাষারীতির এই বাক্যে ভুল কয়টি?
ক. পাঁচ
খ. ছয়
গ. সাত
ঘ. আট

 

১৮. যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয়, তাকে বলা হয়
ক. নিত্য বিভক্তি
খ. তির্যক বিভক্তি
গ. সর্ব বিভক্তি
ঘ. গণ বিভক্তি

 

১৯. ‘আগাপাছতলা’র ব্যাসবাক্য
ক. আগা থেকে গাছের তলা পর্যন্ত
খ. আগু, পিছু ও তলা
গ. আগা থেকে পাছ ও তলা পর্যন্ত
ঘ. আগে, পেছনে ও তলায়

 

২০. ‘গরু মানুষের গোসত খায়।’- বাক্যটিতে কিসের অভাব আছে?
ক. যোগ্যতা
খ. আকাঙ্ক্ষা
গ. আসত্তি
ঘ. নৈকট্য

 

২১. কোনটি ভুল?
ক. বুদ্ধিজীবী
খ. অন্তর্লীন
গ. উপাচার
ঘ. তেজস্ক্রিয়া

 

২২. ‘ফোঁটা ফোঁটা’ কোন পদের দ্বৈতরূপ?
ক. অব্যয়
খ. বিশেষণ
গ. ক্রিয়া
ঘ. বিশেষ্য

 

২৩. ‘চটপট কাজ সেরে নাও।’- এখানে চটপট কোন পদ?
ক. ক্রিয়া
খ. ক্রিয়া বিশেষণ
গ. অনুকার অব্যয়
ঘ. ধ্বন্যাত্মক

 

২৪. 'No smoke without fire'- এর যথার্থ অভিব্যক্তি
ক. আগুন ছাড়া ধোঁয়া হয় না
খ. বিনা স্বার্থে কিছুই হয় না
গ. সব গুজবেরই ভিত্তি আছে
ঘ. গুজবই রহস্য সৃষ্টি করে

 

২৫. Notification-এর পরিভাষা
ক. স্মারক
খ. প্রজ্ঞাপন
গ. বিজ্ঞাপন
ঘ. বিজ্ঞপ্তি

 

English

 

Read the paragraph and answer questions 1 - 7 :

English speaking people have never been really homogeneous in their use of the English language. Today, if you travel extensively in the British Isles, you notice differences in pronunciation and vocabulary from shire to shire, or even if your ear is good enough, from town to town. In London alone you can find tremendous diversity in the varieties of English. In the United States, likewise, the language differs somewhat from place to place and from one social "class" to another. Many New Yorkers don't pronounce words as Chicagoans do, and in Denver people don't sound like those in Chicago. In some parts of the Southwest, Spanish influence shows up in the vocabulary; elsewhere, Germans and others have affected the English language.

1.  Choose a suitable title for the paragraph.
a. Languages
b. Dialects
c. English in the U.K. and the U.S.A
d. Accents

2.  The word "homogeneous" means-
a. diverse
b. homely
c. correct
d. uniform

3.  The words "from shire to shire" stand for-
a. from country to country
b. from province to province
c. from state to state
d. from county to county

4.  "The British Isles" are
a. the United Kingdom
b. the United States
c. England           
d. Scotland and Ireland

5.  Where can we find "Spanish influence"?
a. in the Southwest of the U.S.
b. in England
c. in pronunciation          
d. elsewhere

6.  The word "extensively" is-
a. a noun
b. an adjective
c. an adverb      
d. none of A, B and C

7.  The word "tremendous" means-
a. terrible
b. shocking
c. great
d. excellent

8.  The day-labourer depends _____ his day's earnings____ survival.
a. at, with
b. on, for
c. to, at
d. in, for

9. What lies half sunk in the sand in Shelley's "Ozymandias"?
a. broken statue
b. two trunkless legs
c. an ancient palace        
d. broken head of a statue

10. In the lines "Here shall he see/No enemy" taken from "Under the Greenwood Tree" "Here" stands for-
a. nature             
b. the greenwood tree
c. open space   
d. hunting ground

11. Your mood seems to be very meditative this evening. Here "Meditative" means-
a. gleeful            
b. desperate
c. thoughtful     
d. stern

12. "Much have I - in the - of gold."
a. desired, area
b. gone, stores
c. looked, field
d. travelled, realms

13. In the sentence, "The man is a mad dog." "mad dog" is an example of a/an-
a. simile
b. metaphor
c. assonance
d. alliteration

14.  In the line "Tossing their heads in sprightly dance."
The word "sprightly" is a/an-
a. adjective
b. adverb
c. verb
d. noun

15. The last line of "To Daffodils" is-
a. Ne'er to be found again
b. Vanish like summer's rain
c. Ne'er to be found again
d. As quick a growth to meet decay

16. Choose the correct spelling.
a. pnemonia      
b. nemonia
c. nemonea       
d. pneumonia

17. The word "jocund" in "I wandered Lonely as a Cloud" means-
a. comic               
b. merry
c. ridiculous       
d. funny

18.  The word "niche" means-
a. statue
b.  proper place
c. humble
d. confusion

19.  According to your English text, Polynesian fire-walkers are able to
a. make a spectator also walk on fire
b. teach the spectators how to use magic
c. do not believe that they are under any magical spell
d. cannot make any spectator walk on fire

20. It is difficult to get rid _____all the ­­­­­­­­­______
a. of, refuse
b. from, animals
c. by, rubbish
d. with, filth

21. Global warming may have a ______effect on life.
a. pollutant
b. industrious
c. disastrous
d. destruction

22. The phrase "by all means" means-
a. meaningful
b. uncertainty
c. by hook or by crook
d. certainly

23.  Choose the translation of the sentence, গত চারদিন যাবৎ সে জ্বরে ভুগছে।
a. He has been suffering from fever for the last four days
b. He had fever for the last four days
c. He has suffered from fever for four days
d. He has fever for the last four days

24.  Which sentence is correct?
a. He casted his vote for you
b. He offered his vote of you
c. He cast his vote for you
d. He dropped his vote for you

25.  The automobile's exhaust system______    foul-smelling fumes
a. attracted
b. condensed
c. neutralized    
d. emitted

সাধারণ জ্ঞান

 

১.  সম্প্রতি এর অধিবেশন অনুষ্ঠিত হয় -                                                 
ক. কাঠমন্ডুতে
খ. ইসলামাবাদে
গ. নয়া দিল্লী
ঘ. ইয়াঙ্গুনে

২. ‘বাঙ্গালাহ’ নামের প্রচলন করেন -
ক. শশাঙ্ক
খ. ধর্মপাল
গ. ইলিয়াস শাহ
ঘ. আকবর

৩. ‘ভোজ বিহার’ অবস্থিত
ক. ‍দিনাজপুর
খ. রাজশাহীতে
গ. চট্টগ্রামে
ঘ. কুমিল্লায়

৪. বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি আগে ঘটেছিল -
ক. যুক্ত ফ্রন্ট গঠন
খ. ভাষা আন্দোলন
গ. আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা
ঘ. আগরতলা ষড়যন্ত্র মামলা

৫. বাংলাদেশের নবীনতম সরকারি বিশ্ববিদ্যালয়
ক. বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস
খ. রংপুর বিশ্ববিদ্যালয়
গ. নোয়াখালী বিশ্ববিদ্যালয়
ঘ. এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন

৬. The White Tiger –এর লেখক
ক. অরবিন্দ আদিগাও                                                                      
খ. অরুন্ধতি রায়
গ. অনীতা দেশাই
ঘ. শোভা দে

৭. পর্তুগালের মুদ্রার নাম -
ক. পেসো
খ. এসকুডো
গ. লিরা
ঘ. মার্ক

৮. সম্প্রতি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ফেলো নির্বাচিত হন -
ক. মুহাম্মদ ইউনূস
খ. অমর্ত্য সেন
গ. আবদুল্লাহ আবু সায়ীদ
ঘ. ফজলে হাসান আবেদ

৯. জেনেটিক্স – এর জনক -
ক. আইনস্টাইন
খ. খুরানা
গ. মেন্ডেল
ঘ. ফ্লেমিং

১০. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল -
ক. বৃহস্পতিবার
খ. শুক্রবার
গ. শনিবার
ঘ. রবিবার

১১. দক্ষিণ ওসেটিয়া কোথায় ?
ক. রাশিয়াতে
খ. ককেশাসে
গ. সাইবেরিয়ায়
ঘ. তুরস্কে

১২. ‘অপারেশন নবযাত্রা’ কি ?
ক. মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদ্প্তর কর্তৃক পরিচালিত মাদক নিমূর্ল অভিযান
খ. সুনামি-সৃষ্ট ক্ষতিতে বাংলাদেশ কর্তৃক পরিচালিত শ্রীলঙ্কা ও মালদ্বীপে সাহায্য অভিযান
গ. ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়নের কর্মসূচি
ঘ. বাংলাদেশ কোষ্টগার্ড

১৩. দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান -
ক. বিচারপতি সুলতান হোসেন খান
খ. হাসান মশহুদ চৌধুরী
গ. বিচারপতি হাবিবুর রহমা
ঘ. প্রফেসর মনিরুজ্জামান মিয়া

১৪. নেপালের বর্তমান প্রধানমন্ত্রী
ক. কৈরালা
খ. প্রচন্দ
গ. রামদাস
ঘ. মনমোহন

১৫. পরবর্তী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে -
ক. ব্রিটেনে
খ. দক্ষিণ আফ্রিকায়
গ. ইতালিতে
ঘ. ব্রাজিলে

১৬. মাইক্রোসফট সম্প্রতি কেনার চেষ্টা করছে -
ক. গুগল
খ. মিবো
গ. ফেসবুক
ঘ. ইয়াহু

১৭. পশ্চিমবঙ্গে টাটা যে গাড়িটি উৎপাদন করতে চেয়েছিল
ক. ইন্ডিকা
খ. ন্যানো
গ. টাটানো
ঘ. জামশেদজি

১৮. আফ্রিকায় বাংলাদেশের সর্বশেষ রপ্তানি পণ্য
ক. বুনন পোশাক
খ. পাটের থলে
গ. ফেরি বোট
ঘ. খাদ্য সমগ্রী

১৯. বাংলাদেশ সফটওয়্যার প্রস্তুতকারীদের সমিতির নাম -
ক. সফটএস
খ. বেসিস
গ. বাটেক্সপো
ঘ. বিএসসিআইসি

২০. TIN বোঝায় -
ক. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক
খ. ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার
গ. ট্রান্সফর অব ইনফরমেশন নেটওয়ার্ক
ঘ. ট্রাক্স ইনডেক্স নাম্বার

২১. অবসেশন শব্দটি জ্ঞানের যে শাখায় সঙ্গে যুক্ত -
ক. সাহিত্য
খ. দর্শন
গ. মনোবিজ্ঞান
ঘ. সমাজবিজ্ঞান

২২. বাংলাদেশের যে কয়টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে -
ক. ৯৩টি
খ. ১০৭টি
গ. ১২৩টি
ঘ. ১২৯টি

২৩. বিশ্বের সর্বকনিষ্ঠ গণতান্ত্রিক রাষ্ট্র -
ক. ভুটান
খ. নেপাল
গ. পূর্ব তিমুর
ঘ. তিব্বত

২৪. জাতিসংঘের মহাসচিব বান কি মুন যে তারিখে বাংলাদেশে আগমন করেন -
ক. ২৮ অক্টোবর, ২০০৮
খ. ২৯ অক্টোবর, ২০০০৮
গ. ৩১ অক্টোবর, ২০০৮
ঘ. ০১ নভেম্বর, ২০০৮

২৫. বিশ্বকাপ ক্রিকেটে কোন দলের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম জয়লাভ করে ?
ক. স্টকল্যান্ড
খ. মালয়েশিয়া
গ. পাকিস্তান
ঘ. কেনিয়া

২৬. Extradition Treaty হল -
ক. উত্তর মেরু চুক্তি
খ. অপরাধী প্রত্যর্পণ

গ. পরিবেশ দূষণ সংক্রান্ত চুক্তি
ঘ. তেল-গ্যাস আহরণ চুক্তি

২৭. ‘মাওয়া ফেরি ঘাট’ কোন জেলায় অবস্থিত ?
ক. শরীয়তপুর
খ. মাদারীপুর
গ. ঢাকা
ঘ. মুন্সীগঞ্জ

২৮. “ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণীর সমাধিক্ষেত্র” । -উক্তিটি কার ?
ক. প্লেটো
খ. এরিস্টটল
গ. হবস
ঘ. প্যারেটা

২৯. অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী
ক. আবুল হোসেম
খ. এ. কে. ফজলুল হক
গ. শহীদ সোহারাওয়ার্দী
ঘ. খাজা নাজিমুদ্দীন

৩০. গ্রহটির নামকরণ রোমান যুদ্ধদেবতার নামে হয়েছে -
ক. মার্স
খ. স্যাটার্ন
গ. জুপিটার
ঘ. এ্যাপোলো

৩১. বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কত জনভোট পেয়েছেন ?
ক. প্রায় সাড়ে ছয় কোটি
খ. প্রায় সাড়ে সাত কোটি
গ. আট কোটি
ঘ. প্রায় সাড়ে আট কোটি

৩২. তীর্থংকরের ধারণা কোনটির সঙ্গে সম্পৃক্ত ?
ক. বৌদ্ধ ধর্ম
খ. চার্বাক ধর্ম
গ. জৈন ধর্ম
ঘ. শিখ ধর্ম

৩৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল কোন বছর নির্মিত ?
ক. ১৯২১
খ. ১৯২৫
গ. ১৯২৭
ঘ. ১৯২৯

৩৪. রোকেয়া দিবস পালিত হয় -
ক. ৯ ডিসেম্বর
খ. ১০ জানুয়ারি
গ. ১৫ ফেব্রুয়ারি
ঘ. ১০ এপ্রিল

৩৫. মেলামিনযুক্ত গুঁড়ো দুধ যে দেশে প্রথম ধরা পড়ে -
ক. চীনে
খ. ভারতে
গ. থাইল্যান্ডে
ঘ. বাংলাদেশে

৩৬. চলতি বছরের মতো গত শতাব্দীর যে বছরে বিশ্ব অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছিল -
ক. ১৯০৫
খ. ১৯২০
গ. ১৯২১
ঘ. ১৯৩০

৩৭. অতি সম্প্রতি বিজ্ঞানীরা ‘বিগ ব্যাং’ –এর পরীক্ষা করছে
ক. ফ্রান্স – সুইজারল্যান্ড সীমান্তে
খ. ভিয়েনার প্রান্তভাগ সীমান্তে
গ. বেলজিয়ামে
ঘ. নিউ ইয়র্কের কাছে

৩৮. বাংলাদেশের জেলা ভিত্তিক সবচেয়ে ছোট প্রশাসনিক বিভাগ -
ক. সিলেট বিভাগ
খ. বরিশাল বিভাগ
গ. রাজশাহী বিভাগ
ঘ. খুলনা বিভাগ

৩৯. বাংলাদেশের ‘কৃষিদিবস’ -
ক. পহেলা কার্তিক
খ. পহেলা অগ্রহায়ণ
গ. পহেলা পৌষ
ঘ. পহেলা আষাঢ়

৪০. ২৭ সেপ্টস্বর, ২০০৮ তারিখে চীনের প্রথম নভোচারী হিসেবে মহাশূন্যে হাঁটেন -
ক. লিং হাইপেং
খ. লিউ বোমিং
গ. ঝাই ঝিগ্যাং
ঘ. ইয়াং লিওই

৪১. যুক্তিবিদ্যার প্রধান কাজ -
ক. সুযুক্তি ও কুযুক্তির পার্থক্য নির্ণয়
খ. তর্কে জিততে শিক্ষাদান
গ. বুদ্ধিবৃদ্ধি
ঘ. চেতনাবৃদ্ধি

 

৪২. কাজী নজরুল ইসলাম সম্পাদিত -
ক. লাঙ্গল
খ. সওগাত
গ. কল্লোল
ঘ. শিখা

৪৩. বাংলাদেশে ‘আন্তর্জাতিক মাইক্রোক্রেডিট বৎসর’ পালিত হয় যে সালে -
ক. ২০০২
খ. ২০০৩
গ. ২০০৬
ঘ. ২০০৫

৪৪. উচ্চ মুদ্রাস্ফীতির ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্থ গোষ্ঠী -
ক. ব্যবসায়ী শ্রেণী
খ. শিল্পপতি
গ. কৃষক
ঘ. সীমিত আয়ের জনগোষ্ঠী

৪৫. চাহিদা বিধি কী ?
ক. আয় বাড়লে চাহিদা বাড়ে
খ. চাহিদা কমলে দাম বাড়ে
গ. দাম বাড়লে চাহিদা কমে
ঘ. দাম বাড়লে চাহিদা বাড়ে

৪৬. মহাকাব্য নয় -
ক. ইলিয়াড
খ. গিলগামেশ
গ. ইনিড
ঘ. জুলিয়াস সিজার

৪৭. মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদ তারা আছে
ক. হংকং
খ. থাইল্যান্ড
গ. সিঙ্গাপুর
ঘ. মায়ানমার

৪৮. ২০০৮ সালের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী লেখক যে দেশের
ক. জার্মানি
খ. ফ্রান্স
গ. ডেনমার্ক
ঘ. সুইডেন

৪৯. জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম -
ক. ইউএন উইমেন
খ. সমতা তহবিল
গ. ইউনিফেম
ঘ. জেন্ডার সমতা তহবিল

 

৫০. দেবদাস চরিত্রে অভিনয় করেন নি -
ক. দিলীপকুমার
খ. প্রমথেশ বড়ুয়া
গ. বুলবুল আহমেদ
ঘ. উত্তম কুমার