বাংলা

 

১. ‘সে সাধ এইখানেই মিটিল।’ – কমলাকান্তের কোন সাধ?
ক. আফিম খাওয়ার
খ. যাত্রা শোনার
গ. তামাক টানার
ঘ. ডাল মেখে ভাত খাওয়ার

 

২. ‘কাব্যের ঝুমঝুমি বিজ্ঞানের চুষিকাঠি দর্শনের বেলুন রাজনীতির রাঙালাঠি ইতিহাসে ন্যাকড়ার পুতুল নীতির টিনের ভেঁপু এবং ধর্মের জয়ঢাক এইসব জিনিসে আমাদের সাহিত্যের বাজার ছেয়ে গেছে’- বাক্যটিতে কয়টি বিরামচিহ্ন থাকবে?
ক. পাঁচটি
খ. ছয়টি
গ. সাতটি
ঘ. আটটি

 

৩. ‘আগুইনা’ চিতা কী?
ক. চিতাবাঘ
খ. ভেষজ উদ্ভিদ
গ. চিতার আগুন
ঘ. অগ্রহায়ণ মাসের গরম

 

৪. ট্যাবু বলতে বোঝায়
ক. নিষিদ্ধ
খ. নিষিদ্ধ নয়
গ. আদিম
ঘ. প্রচলিত

 

৫. আব্দুল মজিদ কাজ করতেন
ক. ভারতে
খ. নেপালে
গ. থাইল্যান্ডে
ঘ. ইন্দোনেশিয়ায়

 

৬. ‘কত দশা বিরহিণীর’- রাধার বিরহের কয়টি অবস্থা?
ক. পাঁচ
খ. সাত
গ. নয়
ঘ. দশ

 

৭. আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস
ক. আটই মার্চ
খ. নয়ই ডিসেম্বর
গ. দোসরা অক্টোবর
ঘ. সাতাশে ফেব্রুয়ারি

 

৮. কোন্দা শব্দের অর্থ
ক. কোন্দল
খ. ক্রন্দন
গ. তালগাছের নৌকা
ঘ. সাঁকো

 

৯. শুদ্ধ বানানগুচ্ছ
ক. বিভীষিকা, আশীর্বাদ, শারীরিক, সমীচিন
খ. নির্ণিমেষ, গননা, অপরাহ্ন, সর্বাঙ্গীন
গ. অদ্ভুত, প্রত্যূষ, উদ্ভূত, নূপুর
ঘ. পূর্বাহ্ন, পুরস্কার, দুর্বিষহ, অভিষেক

 

১০. ‘রাত্রি নিশিথে যাঁহারা টক শ’র অণুষ্ঠানে অংশ নিয়া থাকেন, আলোচনার ধরন দেখে মনে হয় পৃথিবীর যাবতীয় বিদ্যাসমূহ তাদের আয়ত্তাধীন রহিয়াছে।’ – চলিত গদ্যে রচিত বাক্যটিতে ভুলের সংখ্যা
ক. সাত
খ. আট
গ. নয়
ঘ. দশ

 

১১. ‘হেথায় সবারে হবে মিলিবারে’- সবারে কোন কারক?
ক. কর্ম
খ. অধিকরণ
গ. কর্তৃ
ঘ. করণ

 

১২. বলাহক শব্দের সমার্থ
ক. জলাশয়
খ. নদী
গ. মেঘ
ঘ. আকাশ

 

১৩. বিসর্গ সন্ধির উদাহরণ নয়
ক. ইতোমধ্যে
খ. নীরব
গ. শ্রেয়োলাভ
ঘ. বিম্বোষ্ঠ

 

১৪. ‘ফুল কি ফোটে নি শাখে?’ নি হচ্ছে
ক. ক্রিয়া বিশেষণ
খ. বিশেষণ
গ. অলঙ্কার
ঘ. ক্রিয়া বিশেষণের বিশেষণ

 

১৫. ‘বেঁচে থাকার ইচ্ছা’- এক শব্দে হবে
ক. দিদৃক্ষা
খ. এষণা
গ. জিজীবিষা
ঘ. বাঞ্চা

 

১৬. ‘তুমি আমার কাঁচকলা করবে।’- এখানে ‘কাঁচকলা’র ব্যবহার
ক. বিরোধার্থক
খ. অবজ্ঞাসূচক
গ. বিস্ময়সূচক
ঘ. নঞর্থক

 

১৭. ‘রামগরুড়ের ছানা’ বলতে বোঝায়
ক. আমুদে লোক
খ. গোমড়ামুখো লোক
গ. অদ্ভুত লোক
ঘ. নির্বোধ লোক

 

১৮. শকুন্তলার বাহুযুগল
ক. নবপল্লব শোভার মতো
খ. বিকশিত কুসুমরাশির ন্যায়
গ. কোমল বিটপের শোভায় বিভূষিত
ঘ. সহকারতরুর সৌন্দর্য পরিপূর্ণ

 

১৯. 'To keep up appearances'- কথাটির বাংলা অনুবাদ
ক. বাইরের ঠাঁট বজায় রাখা
খ. আবির্ভূত হওয়া
গ. উপস্থিতি বজায় রাখা
ঘ. নিজেকে দেখানো

 

২০. ‘তুমি যদি বলো, তাহলে আমি আসতে পারি।’- বাক্যটি
ক. আশ্রয়-আশ্রিত জটিল
খ. সাপেক্ষ পদযুক্ত জটিল
গ. সরল
ঘ. যৌগিক

 

২১. Modernism- এর সাহিত্যতাত্ত্বিক পরিভাষা
ক. আধুনিক
খ. আধুনিকতা
গ. আধুনিকতাবাদ
ঘ. আধুনিকবাদ

 

২২. খ্রিস্টাব্দ শব্দে যে দুই ভাষার মিশ্রণ ঘটেছে
ক. ইংরেজি+ফারসি
খ. পর্তুগিজ+বাংলা
গ. পর্তুগিজ+সংস্কৃত
ঘ. ইংরেজি+সংস্কৃত

 

২৩. ‘বিদ্যাসাগর গদ্য ভাষার উচ্ছৃঙ্খল জনতাকে সুবিভক্ত, সুবিন্যস্ত, সুপরিচ্ছন্ন এবং সুসংযত করিয়া তাহাকে সহজ গতি ও কার্যকুশলতা দান করিয়াছেন।’- বাক্যটিতে বিশেষণ পদ আছে
ক. ছয়টি
খ. সাতটি
গ. আটটি
ঘ. নয়টি

 

২৪. চিত্রকল্পাত্মক কবিতা
ক. সোনার তরী
খ. বাংলাদেশ
গ. আমার পূর্ব বাংলা
ঘ. পাঞ্জেরি

 

২৫. ‘দুর্নীতির কারণ অনুসন্ধান অত্যাবশ্যক।’- বাক্যটিতে উপসর্গ আছে
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. ছয়টি

 

English

 

Read the paragraph and answer questions 1-7

As a child used to consider gardening a boring chore just for ‘grown-ups' even though I did love being in gardens myself laying and walking, touching and sniffing. Over I've learned how to turn the noun 'garden'. As I've moved jobs and houses, I've temporarily taken over small town patches, suburban yards and overgrown cottage gardens. I've looked through seed catalogues and mistakes and am still learning a lot. Now as I look out of my window with great pleasure into the country garden below, I see the primroses that have done well and the weeds that I should do something about!

1.The word "patches" means-
a. pieces of land
b. huts
c. covering objects
d. shabby places

2. “the weeds that I should something about" means-
a. the gardens should be cleared of weeds.
b. the weeds have to be watered
c. the weeds should be pruned
d. the weeds should be looked after

3.   The words "loads of mistakes" stand for-
a. gross errors
b. number of mistakes
c. many mistakes            
d. grave mistakes

4.   "Over the years" means-
a. with the passage of time
b. after a few years
c. when the years ended
d. beyond the years

5.           

a. The writer's attitude towards gardening remained unchanged.
b. The writer never took any interest in gardening
c. The writer became interested in gardening.
d. the writer decided to do gardening.

6.  The word "done" in '"well done" means-
a. finished'
b. grown
c. properly made
d. smelt

7. The words “boring chore" mean-
a. wasteful effort
b. absorbing thought
c. tiresome job
d. uninteresting work

8. Give the proper translation "এ বছর খুব শীত পড়ছে"
a. It is so cold this year
b. Much cold has fallen this year
c. It is very cold year
d. It is cold this year.

9. Do you know the solution ----- this problem
a. in
b. for
c. on
d. to

10. By the sentence, "I saw deeper into the clear well of his        eyes" the writer of Jerry means-
a. she saw the tears in his eyes.
b. she saw the shine in his eyes
c. she could see the defects in his well
d. she could read his character well

11. They___ in never-ending____ ."
a. started, show
b. shone, language
c. grow, row
d. stretched, line

12. "Who cloth ambition shun" means a person who-
a. has no ambition
b. hates ambition
c. gives up ambition
d. who is ambitions

13. "hasting day" in "To daffodils" means-
a. fast day
b. quite day
c. finishing day
d. hurriedly passing day

14. "Apple of discord" means-
a. object of dispute
b. an attractive object
c. disagreement
b. a valuable object

15. Show your ticket, ------ you will not be allowed to enter
a. unless
b. lest
c. otherwise
d. till

16. She likes to fantasize ----- winning the Red Crescent lottery. I
a. with
b. about
c. after
d. on

17. In the poem "Ozymandias" who calls Ozymandias "king of kings"?
a. The traveller
b. Te speaker
c. Other kings
d. Ozymandias himself

18. After  ---------- brief period ------------ suspense, the inspector finally spoke.
a. the, in
b. a, on
c. the, at             
d. a, of

19. The phrase "give a hand" means-
a.to  help
b. to stay
c. to shake hands
d. to extend one's hand

20.  The line "I wandered lonely as a cloud" is an example of-
a. a metaphor
b. an allegory
c. a simile
d. a symbol

21. For the boys the task was easy           ?
a. weren't they
b. didn't they
c. isn't they
d. wasn't they

22.  The underlined words in the line "The lone and level sands stretch far away" are-
a. nouns
b. adjectives
c. adverbs
d. verbs

23.  "Chapman’s Homer" in "On first  looking  into             Chapman's Homer" Keats means-
a. Chapman’s translation of Homer
b. Chapman's idea of Homer
c. Chapman's understanding of Homer
d. Chapman's biography of Homer

24.  Choose the correct spelling-
a. irresistible
b. irresistable
c. irresistible
d. iresistable

25.  "He has left the country for good" means-
a. he has left the country for his own good.
b. he has left the country for foreign goods.
c. he has left the country permanently.
d. he wants to buy good things.

 

সাধারণ জ্ঞান

 

১. চাঁদে পানি পাওয়া ভারতীয় মহাকাশবান -
ক. চন্দ্রযান -১
খ. অগ্নিযান
গ. পুষ্পযান
ঘ. চন্দ্রযান -৩

২. বিশ্বের দ্রুততম দৌড়বিদ -
ক. ডেনিস লুই
খ. টাইসন গে
গ. উসাইন বোল্ট
ঘ. হামজা গুর্নাভি

৩. গণপ্রজাতন্ত্রী চীন এ বছর স্বাধীনতা বার্ষিকী পালন করছে -
ক. ৫৩ তম
খ. ৫৫ তম
গ. ৬০ তম
ঘ. ৬২ তম

৪. এটিএম বলতে বোঝায় -
ক. অটোমাটিক টেলিফোন মেশিন
খ. অটোম্যাটিক টেলার মেশিন
গ. এ্যাপ্রুভডু ট্যারিফ ম্যানুয়াল
ঘ. এ্যাপুভডু ট্রেনিং ম্যানুয়াল

৫. ২০১৬ সনের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে -
ক. সিউলে
খ. টোকিওতে
গ. বেইজিংয়ে
ঘ. রিও জেনিরোতে

৬. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কতৃর্ক প্রদত্ত পদক দ্য মেডেল অব ফ্রিডম প্রদান করা হয় কোন ক্ষেত্রে অবদানের জন্য ?
ক. বিশ্ব শান্তি
খ. মানবতা
গ. মুক্ত চিন্তা
ঘ. সাহিত্য

৭. সোয়াইন ফ্লুর উৎপত্তিস্থান -
ক. হাওয়াই
খ. জামাইকা
গ. ভার্জিনিয়া
ঘ. মেক্সিকো

৮. যে নদীর পূর্ব নাম দোলাই -
ক. যমুনা
খ. পদ্মা
গ. বুড়িগঙ্গা
ঘ. সুরমা

৯. বাণিজ্যিক ব্যাংক নয় -
ক. সোনালী ব্যাংক
খ. বাংলাদেশ ব্যাংক
গ. আরব বাংলাদেশ ব্যাংক
ঘ. জনতা ব্যাংক

১০. যে সংস্থা গ্রাম বাংলায় বিদ্যুতায়নের দায়িত্বে সরাসরিভাবে নিয়োজিত -
ক. ডেসা
খ. আরইবি
গ. পিডিবি
ঘ. ওয়াবদা

১১. দেশ ও রাজধানীর একই নাম
ক. তাইওয়ান
খ. উগান্ডা
গ. জিবুতি
ঘ. কোষ্টারিকা

১২. ভবদহ বিল অবস্থিত -
ক. ফরিদপুরে
খ. জামালপুরে
গ. যশোহরে
ঘ. পটুয়াখালিতে

১৩. জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয় -
ক. ১ জানুয়ারি, ২০০৮
খ. ১ এপ্রিল, ২০০৮
গ. ১ সেপ্টম্বর, ২০০৮
ঘ. ১ ডিসেম্বর, ২০০৮

১৪. বিজ্ঞান ও প্রযুক্তিতে ২০০৯ সালে স্বাধীনতা পুরষ্কার পান -
ক. অধ্যাপক এ. এ.হারুনুর রশীদ
খ. অধ্যাপক মুহতাশিম হোসেন
গ. অধ্যাপক অজয়কুমার রায়
ঘ. অধ্যাপক হিরগুয় সেনগুপ্ত

১৫. নজরুল মঞ্চ অবস্থিত -
ক. চারুকলা ইনস্টিটিউট
খ. ত্রিমাল
গ. বাংলা একাডেমিতে
ঘ. কুমিল্লায়

১৬. আসন্ন বিশ্ব আবহাওয়া শীর্ষ সম্মেলনের অনুষ্ঠানস্থল -
ক. লন্ডন
খ. কোপেনহেগেন
গ. হেলসিংকি
ঘ. টোকিও

১৭. Slumdog Millionaire চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক
ক. আর. ডি. বর্মন
খ. এ. আর. রহমান
গ. বিকাশ স্বরুপ
ঘ. অনু মালিক

১৮. জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় -
ক. আরবি
খ. স্প্যানিশ
গ. রাশিয়ান
ঘ. জার্মান

১৯. টেষ্ট ডুমা যে দেশের আইনসভা -
ক. জাপান
খ. তুরস্ক
গ. জার্মানি
ঘ. রিাশিয়া

২০. বাংলাদেশ দিবালোক সংরক্ষণ সময়সূচী প্রবর্তিত হয়েছে -
ক. ১৭ জুন, ২০০৯
খ. ১৯ জুন, ২০০৯
গ. ২০ জুন, ২০০৯
ঘ. ৩০ জুন, ২০০৯

২১. বাংলাদেশের বিচার বিভাগ সরকারের নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে স্বাধীন বিভাগ হিসেবে স্বীকৃতি লাভ করে -
ক. ১লা নভেম্বর ২০০৭
খ. ১লা নভেম্বর ২০০৮
গ. ২১শে নভেম্বর ২০০৭
ঘ. ১১ই ডিসেম্বর ২০০৬

২২. স্মৃতি মিনার কবিতাটি লিখেছেন -
ক. শামসুর রহমান
খ. আবু জাফর ওবায়দুল্লাহ
গ. আলাউদ্দিন আল আজাদ
ঘ. হাসান হাফিজুর রহমান

২৩. বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন বিল পাস হয়
ক. ১৭ই ফেব্রুয়ারি ২০০৪
খ. ১৭ই মার্চ ২০০৫
গ. ১৭ইি এপ্রিল ২০০৩
ঘ. ১৯শে ফেব্রুয়ারি ২০০৪

২৪. Wisdem's Test Cricketen of the Year  – এ স্থান পেয়েছেন
ক. মোঃ আশরাফুল
খ. সাকিব আল হাসান
গ. অলোক কাপালি
ঘ. মাশরাফি মুর্তাজা

২৫. সাহিত্যে নোবেল পুরষ্কার-২০০৯ পেয়েছেন
ক. মার্গারেট মুয়েলার
খ. হেরটা মুয়েলার
গ. হেনরিয়েটা মুয়েলার

ঘ. মারিয়া মুয়েলার

২৬. এ বছর পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছে
ক. লালমনিরহাটে
খ. পঞ্চগড়ে
গ. দিনাজপুরে
ঘ. ঠাকুরগাঁওয়ে

২৭. উইনস্টন চার্চিল যে-দেশের প্রধানমন্ত্রী ছিলেন
ক. বৃটেন
খ. ফ্রান্স
গ. ইটালি
ঘ. জার্মানি

২৮. সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের সংখ্যা কত জন হতে পারে -
ক. দশ জন
খ. দশের অধিক জন
গ. এগার জন
ঘ. এগারর অধিক নয়

 

২৯. ভারতে মুদ্রণ শিল্পের সূচনা হয় -
ক. সুলতানি আমলে
খ. মুঘল আমলে
গ. বৌদ্ধ আমলে
ঘ. ব্রিটিশ আমলে

৩০. আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ -
ক. WPU
খ. IPO
গ. UPU
ঘ. IPU

৩১. প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতির সভাপতি -
ক. মনিরুজ্জামান মিয়া
খ. সিরাজুল ইসলাম চৌধুরী
গ. কবীর চৌধুরী
ঘ. নুরুল ইসলাম নাহিদ

৩২. যে সেক্টরে বাংলাদেশের সর্বাধিক জনশক্তি নিয়োজিত
ক. পোষাক শিল্প
খ. মৎস্য
গ. কৃষি
ঘ. পরিবহন

৩৩. আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত হয় -
ক. ৫ সেপ্টেম্বর
খ. ১৫ সেপ্টেম্বর
গ. ৫ অক্টোবর
ঘ. ১৫ অক্টোবর

৩৪. বাংলাদেশ সেনাবহিনীর সর্বোচ্চ পদ -
ক. জেনারেল
খ. লেফটেনান্ট জেনারেল
গ. ফিল্ড মার্শাল
ঘ. ভাইস -এডমিরাল

৩৫. যুক্তফ্রন্টে (১৯৫৪) রাজনৈতিক দলের সংখ্যা -
ক. চার
খ. পাঁচ
গ. তিন
ঘ. ছয়

৩৬. তড়িৎ শক্তি যে যন্ত্রের সাহায্যে শব্দ শক্তিতে রুপান্তরিত হয় -
ক. এমপ্লিফায়ার
খ. জেনারেটর
গ. লাইড স্পিকার
ঘ. মাইক্রোফোন

৩৭. বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক
ক. সিরাজুল ইসলাম চৌধুরী
খ. সৈয়দ আলী আহসান
গ. আনিসুজ্জামান
ঘ. কবীর চৌধুরী

৩৮. অং সন সুচি’র রাজনৈতিক দল -
ক. ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ
খ. লীগ অফ ন্যাশনাল ডেমোক্রেটস
গ. ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি
ঘ. ন্যাশনাল লীগ অব ডেমোক্রেটস

৩৯. বর্তমান বিশ্বে অর্থনৈতিক মান্দার কারণ -
ক. অতি উৎপাদন
খ. ঋণদান সংস্থাগুলোর উপর অতিরিক্ত চাপ
গ. মুদ্রাস্ফীতি কৌশলের অতিরিক্ত ব্যবহার
ঘ. স্থানিক যুদ্ধের সংখ্যাধিক্য

৪০. প্রাচীনতম সাহিত্যকর্ম
ক. শকুন্তলা
খ. হংসদূত
গ. রামায়ণ
ঘ. মহাভারত

৪১. ‘উন্নত জীবনের জন্য বই’ কততম ঢাকা বইমেলার প্রতিপাদ্য বিষয় ছিল -
ক. প্রথম
খ. সপ্তম
গ. দশম
ঘ. এগারতম

৪২. প্রেসিডেন্ট বারাক হোসাইন ওবামা মুসলিম বিশ্বের প্রতি শুভেচ্ছা বক্তব্য দেন -
ক. জেদ্দায়
খ. তেহরানে
গ. বাগদাদে
ঘ. কায়রোতে

৪৩. আলেকজান্ডারের শিক্ষক ছিলেন -
ক. সক্রেটিস
খ. প্লেটো
গ. এরিস্টটল
ঘ. হেরক্লিটাস

৪৪. মাইকেল এঞ্জেলা কোন ভাস্কর্যের স্রষ্টা ?
ক. মোজেস
খ. হেরমেস
গ. লেডি জাষ্টিস
ঘ. দি থিংকার

৪৫. প্রস্তাবিত টিপাইমুখ বাঁধটি যে দুই নদীর সংযোগ স্থলে তৈরি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে -
ক. বরাক, তুইভাই
খ. সুরমা, কুশিয়ারা
গ. খেয়াই, কুশিয়ারা
ঘ. সুরমা, বরাক

৪৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী
ক. লীলা নাগ
খ. ইলা মিত্র
গ. সুলমা ঘোষ
ঘ. ফজিলাতুন্নেসা

৪৭. অর্থনীতিতে বাজার বলতে বোঝায় -
ক. জিনিসপত্র কেনাবেচার স্থান
খ. দ্রব্য বিক্রয়ের বিশেষ এলাকা
গ. জিনিসপত্র কেনাবেচার দরকষাকষি
ঘ. দ্রব্য, দাম এবং ক্রেতা-বিক্রেতা

৪৮. বাউল সঙ্গীত সাধক শাহ আব্দুল করিমের মৃত্যুর তারিখ -
ক. ১২ সেপ্টম্বর, ২০০৯
খ. ১৩ সেপ্টম্বর, ২০০৯ 
গ. ১৪ সেপ্টেম্বর, ২০০৯
ঘ. ১৫ সেপ্টেম্বর, ২০০৯

৪৯. মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরনের অধিকার ?
ক. রাজনৈতিক
খ. জন্ডগত
গ. সামাজিক
ঘ. প্রাকৃতিক

৫০. প্রত্নতত্ত্ব যে জ্ঞানশাখার সঙ্গে সম্পর্কযুক্ত -
ক. ইতিহাস
খ. স্থাপত্যবিদ্যা
গ. প্রকৌশল বিদ্যা
ঘ. নৃবিজ্ঞান