উত্তর ভুল মনে হলে  নিচে মন্তব্য করুন

সেট কোড |3|

বাংলা

 

1. ‘পুস্তিকা’ কী অর্থে ব্যবহৃত হয় ?

(A) স্ত্রীলিঙ্গ

(B) উভয়লিঙ্গ

(C) ক্ষুদ্রার্থে

(D) বৃহদার্থে

 

উত্তর : (C) ক্ষুদ্রার্থে

 

2. ‘যত চাও তত লও ’ বাক্যটি কী জাতীয় বাক্যের উপহারণ ?

(A) নির্ধারক বিশেষণ

(B) ব্যতিহার বহুব্রীহি

(C) সাপেক্ষ সর্বনাম

(D) ক্রিয়া সর্বনাম

 

উত্তর :  (C) সাপেক্ষ সর্বনাম

 

3. বাইরের জগৎ সম্পর্কে জ্ঞান নেই এমন ব্যক্তিকে বলা হয় -

(A) মূর্খ

(B) কূপমণ্ডূক

(C) ক্ষুদ্রমনা

(D) বর্বর

 

উত্তর : (B) কূপমণ্ডূক

 

4. কোন গল্প রচনা করে শরৎচন্দ্র ‘ কুন্তলীন ’ পুরস্কার পান ?

(A) অভাগীর স্বর্গ

(B) মামলার ফল

(C) মন্দির

(D) বড়দিদি

 

উত্তর : (C) মন্দির

 

5. ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেছেন যে কবি -

(A) বেগম সুফিয়া কামাল

(B) শামসুর রহমান

(C) জসীমউদ্দিন

(D) বুদ্ধদেব বসু

 

উত্তর : (C) জসীমউদ্দিন

 

6. সমাসবদ্ধ পদ কোনটি ?

(A) আকাশ

(B) ছাড়পত্র

(C) মৃ্ত্তিকা

(D) সাগর

 

উত্তর : (B) ছাড়পত্র

 

7. তুলতুলা> লুতলুতা কোন ধরনের ধ্বনি পরিবর্তন ?

(A) সমাক্ষর লোপ

(B) সমীকরণ

(C) ব্যজ্ঞনচ্যুতি

(D) ধ্বনিবিপর্যয়

 

উত্তর :  (D) ধ্বনিবিপর্যয়

 

8. শুধু বিশেষ্য ও সর্বনাম জাতীয় শব্দের কী হয় ?

(A) ভাষাভেদ

(B) বচনভেদ

(C) লিঙ্গভেদ

(D) পদভেদ

 

উত্তর : (B) বচনভেদ

 

9. নিচের কোন শব্দ ভুল ?

(A) স্বায়ত্তশাসন

(B) শ্রদ্ধাজ্ঞলি

(C) অভ্যন্তরীণ

(D) মূহুর্মুহূ

 

উত্তর : (A) স্বায়ত্তশাসন

 

10. বাতাস কোনো রকম বাধা ছাড়া একইসঙ্গে মুখ ও নাক দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত বাগধ্বনিগুলিকে কী বলে ?

(A) নাসিক্য ধ্বনি

(B) মৌখিক ধ্বনি

(C) অনুনাসিক স্বরধ্বনি

(D) স্পৃষ্ট ধ্বনি

 

উত্তর :  (A) নাসিক্য ধ্বনি

 

11. উচ্চারণের একক (unit)-কে কী বলা হয় ?

(A) অক্ষর

(B) অনুসর্গ

(C) উপসর্গ

(D) ধ্বনি

 

উত্তর :  (A) অক্ষর

 

12. ‘কড়ি’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ?

(A) কোমল

(B) মধুর

(C) পয়সা

(D) কানা

 

উত্তর : (A) কোমল

 

13. ‘মই’ কথাটির ই-কে কী বলে ?

(A) হ্রস্বস্বর

(B) অর্ধস্বর

(C) দ্বিস্বর

(D) ভগ্নম্বর

 

উত্তর : (C) দ্বিস্বর

 

14. সকল বালিকা বাগানে গেল । এটি কেন সার্থক বাক্য হয়নি ?

(A) যোগ্যতার অভাবে

(B) বাহুল্য দোষে

(C) রীতিসিদ্ধ অর্থের অভাবে

(D) আসক্তির অভাবে

 

উত্তর : (C) রীতিসিদ্ধ অর্থের অভাবে

 

15. ‘Industrious’ এর বঙ্গানুবাদ -

(A) শিল্পদ্যোগী

(B) শিল্পায়ন

(C) শিল্পানুরাগী

(D) পরিশ্রমী

 

উত্তর :  (D) পরিশ্রমী

 

16. ‘চত্বারিংশ’ শব্দটি কোন সংখ্যা জ্ঞাপক ?

(A) চব্বিশ

(B) চৌত্রিশ

(C) চল্লিশ

(D) চৌচল্লিশ

 

উত্তর :  (C) চল্লিশ

 

17. ‘আকাল’ কার সম্পাদিত গ্রন্থ ?

(A) শামসুর রাহমান

(B) অমিয় চক্রবর্তী

(C) সৈয়দ ওয়ালীউল্লাহ্

(D) সুকান্ত ভট্টাচার্য

 

উত্তর :  (D) সুকান্ত ভট্টাচার্য

 

18. নিচের কোন নাম শুদ্ধ বানানে লেখা হয়েছে ?

(A) শরতচন্দ্র চট্টোপাধ্যায়

(B) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

(C) শরৎচন্দ চট্টোপাধ্যায়

(D) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

 

উত্তর :  (D) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

 

19. ‘গান গেয়ে তরী বেয়ে কে আসে পার ’ – পরের পঙক্তি -

(A) যেন মেখে মনে হয় চিনি উহারে

(B) মনে হয় দেখে যেন চিনি উহারে

(C) দেখে মনে হয় যেন চিনি উহারে

(D) দেখে যেন মনে হয় চিনি উহারে

 

উত্তর :  (D) দেখে যেন মনে হয় চিনি উহারে

 

20. ‘কেলিনু শৈবালে, ভুলি ‘কমল-কানন’ – এখানে ‘শৈবাল’ কিসের প্রতীক ?

(A) মাতৃভাষা

(B) পরভাষা

(C) বঙ্গভাষা

(D) বঙ্গ-সংস্কৃতি

 

উত্তর : (B) পরভাষা

 

21. কবির মতিগতির সম্পূর্ণ বিপরীত অবস্থানে কাদের মতিগতি ?

(A) ছাত্রদের

(B) রাজনীতিবিদদের

(C) সাংবাদিকদের

(D) শিক্ষকদের

 

উত্তর : (D) শিক্ষকদের

 

22. ‘‘ --- নামক অমৃতে যে আমাদের অরুচি জন্মেছে তার জন্য দায়ী এ যুগের স্কুল ও তার মাস্টার ।” শূণ্যস্থানে বসবে -

(A) সাহিত্য

(B) লেখাপড়া

(C) কাব্যরস

(D) গদ্যপাঠ

 

উত্তর : (A) সাহিত্য

 

23. ‘ইহাই-হউক’ তরুণের সাধনা ।’ এই বাক্যটি কোন রচনার শেষবাক্য ?

(A) কলিমদ্দি দফাদার

(B) যৌবনের গান

(C) রচনার শিল্পগুণ

(D) হৈমন্তী

 

উত্তর : (B) যৌবনের গান

 

24. ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে বলে -

(A) রজত জয়ন্তী

(B) সুবর্ণ জয়ন্তী

(C) হীরক জয়ন্তী

(D) সার্ধশতবর্ষ

 

উত্তর : (C) হীরক জয়ন্তী

 

English

 

1. Rabindranath Tagore wrote -

(A) Balaka

(B) Banalata Sen

(C) Bidrahi

(D) Chhar Patra

 

Answer:  (A) Balaka

 

2. Hamlet is a play written by -

(A) Milton

(B) Shaw

(C) Ibsen

(D) Shakespeare

 

Answer:  (D) Shakespeare

 

3. A synonym of word ‘deliberately’ is -

(A) carelessly

(B) intentionally

(C) delightfully

(D) dementedly

 

Answer:  (B) intentionally

 

4. The word ‘proportionate’ is -

(A) a noun

(B) an adverb

(C) an adjective

(D) a verb

 

Answer:  (C) an adjective

 

5. An epic is based on ___________ preformed by a hero. 

(A) heroic deeds

(B) a narrative

(C) intervention

(D) trifle subjects

 

Answer:  (A) heroic deeds

 

6. Epic are divided into __________ types .

(A) six

(B) four

(C) two

(D) five

 

Answer:

 

7. Paradise Lost  is an epic written by -

(A) Homer

(B) Tagore

(C) Dante

(D) Milton

 

Answer:  (D) Milton

 

8. To get someone at 10 pm , we say __ .

(A) good late evening

(B) good late night

(C) good night

(D) good evening

 

Answer:  (D) good evening

 

9. The adjective of word ‘mother’ is ---

(A) motherly

(B) motherhood

(C) mothering

(D) mother-in-law

 

Answer:  (A) motherly

 

10. An antonym of the word ‘extempore’ is -

(A) prompt

(B) immediate

(C) spontaneous

(D) prepared

 

Answer: (D) prepared

 

11. The only medium of literature is -

 

(A) language

(B) painting

(C) sculpture

(D) architecture

 

Answer:  (A) language

 

The four underlined parts of the following sentences are marked as A, B, C, D. Identify the word or phrase that is not correct .  

 

12. After she (A) had brought (B) himself a new car, (C) she sold (D) her bicycle 

 

Answer:  (B)

 

13. (A) The only teachers (B) who were required (C) to attend the meeting were Aminul, Mahtab, Sadeka and (D) me

 

Answer:  (D)

 

14. Please (A) give me (B) a few sugur and (C) some biscuits (D) if you have any left.

 

Answer: (B)

 

15. Umme Kulsum is (A) studying (B) law (C) at Khulna University, and (D) so does Mahin.

 

Answer: (D)

 

16. The professor (A) is thinking (B) to go to the conference (C) on history in Kolkata (D) next month .

 

Answer:  (B)

 

17. Children enjoy (A) telling and listening to (B) ghosts stories,(C) especially (D) on a moonlit night .   

 

Answer: (B)

 

18.  We wish today (A) was sunny (B) so that we (C) could spend the day (D) in the village enjoying nature.

 

Answer: (A)

 

 

19. Talukder used to (A) living in Sylhet, (B) but his company (C) had him transferred to (D) a better position in Dinajpur .  

 

Answer: (A)

 

20. (A) The candidate talked as if he (B) has already (C) been elected (D) to the membership of the Parliament.

 

Answer: (B)

 

21. (A) Writers (B) like William Shakespeare and Rabindranath Tagore (C) are not only prolific , (D) but too interesting .

 

Answer: (D)

 

22. (A) Visitors are not permitted (B) entering the park after dark (C) because of the lack (D) of security and lighting .

 

Answer: (B)

 

23. Professor Tariq will (A) be divided (B) the biology class (C) into two sections to prevent (D) overcrowding in his classroom.

 

Answer: (A)

 

24. No one would have (A) attended the lecture if you (B) told (C) the truth about the (D) guest speaker.  

 

Answer: (B)

 

 

সাধারণ জ্ঞান

 

 

1.  বাংলাদেশের কোন জাতিসত্তার ভাষার নাম ’মান্দি খুশিক’?

(A) চাকমা

(B) মারমা

(C) গারো

(D) সাঁওতাল

 

উত্তর :  (C) গারো

 

২.  জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুন কোন দেশের অধিবাসী?

(A) দক্ষিণ কোরিয়া

(B) মিয়ানমার

(C) জাপান

(D) চীন

 

উত্তর : (A) দক্ষিণ কোরিয়া

 

৩.  আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চার ইতিহাস লিখেছেন কে?

(A) মুহাম্মদ মনসুর উদ্দীন

(B) এনামুল হক

(C) অব্দুল করিম সাহিত্য বিশারদ

(D) আবুল ফজল

 

উত্তর : (C) অব্দুল করিম সাহিত্য বিশারদ

 

৪.  বাংলায় স্বাধীন সুলতানী শাসন প্রতিষ্ঠা করেন কে?

(A) নবাব সিরাজউদ্দৌলা

(B) নবাব আলীবর্দী খাঁ

(C) ফখরুদ্দীন মোবারক শাহ

(D) ইখতিয়ার উদ্দীন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি

 

উত্তর :  (C) ফখরুদ্দীন মোবারক শাহ

 

৫.  বাংলাপিডিয়া প্রকাশিত হয়-

(A) বাংলা একাডেমী থেকে

(B) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে

(C) শিল্পকলা একাডেমী থেকে

(D) এশিয়াটিক সোসাইটি থেকে

 

উত্তর : (D) এশিয়াটিক সোসাইটি থেকে

 

৬.  লালন শাহ ছিলেন একজন –

(A) গীতি কবি

(B) লোক কবি

(C) মরমি কবি

(D) কোনটিই নয়

 

উত্তর : (C) মরমি কবি

 

৭.  মো: জিল্লুর রহমান বাংলাদেশের কত তম রাষ্ট্রপতি?

(A) ১৯ তম

(B) ২০ তম

(C) ১৬ তম

(D) ১৮ তম

 

উত্তর : (A) ১৯ তম

 

৮.  বাংলাদেশের মানুষর গড় আয়ু –

(A) ৬৫ বছর

(B) ৬৬ বছর

(C) ৬৮ বছর

(D) ৬৪ বছর

 

উত্তর : (B) ৬৬ বছর

 

৯.  চাহিদা বিধি কি?

(A) চাহিদা কমলে দাম বাড়ে

(B) দাম বাড়লে চাহিদা কমে

(C) আয় বাড়লে চাহিদা বাড়ে

(D) দাম বাড়লে চাহিদা বাড়ে

 

উত্তর : (B) দাম বাড়লে চাহিদা কমে

 

১০.  একটি রাষ্ট্রের কয়টি মৌলিক উপাদান থাকে?

(A) ৩টি

(B) ৪টি

(C) ৫টি

(D) ৬টি

 

উত্তর : (B) ৪টি

 

১১.  বাংলাদেশ সফর কারী প্রথম বিদেশী সরকার প্রধান কে?

(A) জুলফিকার আলী ভূট্টো

(B) লুনা ডা সিলভা

(C) ইন্দিরা গান্ধী

(D) মার্শাল ফুকো

 

উত্তর : (C) ইন্দিরা গান্ধী

 

১২.  বড় পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত?

(A) রংপুর

(B) দিনাজপুর

(C) নীলফামারী

(D) ঠাকুরগাঁও

 

উত্তর : (B) দিনাজপুর

 

১৩.  ক্রিকেটে সবচেয়ে বেশী সেঞ্চুরী করেছেন কে?

(A) শচীন টেন্ডুলকার

(B) ব্রায়ান লারা

(C) জয়সুরিয়া

(D) ‍রিকি পন্টিং

 

উত্তর :  (A) শচীন টেন্ডুলকার

 

১৪.  ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি,

       সারা দিন আমি যেন ভাল হয়ে চলি।’

       পঙক্তির রচয়িতা কে?

(A) মদনমোহন তর্কালংকার

(B) ফজলল করিম

(C) গোলাম মোস্তফা

(D) বুদ্ধদেব বসু

 

উত্তর : (A) মদনমোহন তর্কালংকার

 

১৫.  এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী মহিলা কে?

(A) লীনু

(B) নিশাত মজুমদার

(C) ওয়াসফিয়া

(D) সালমা

 

উত্তর : (B) নিশাত মজুমদার

 

১৬.  উষ্ণতা পরিমাপে কোনটি ব্যাবহৃত হয়?

(A) মিটার স্কেল

(B) কেলভিন স্কেল

(C) ভার্ণিয়ার স্কেল

(D) স্লাইড ক্যালেপার্স

 

উত্তর : (B) কেলভিন স্কেল

 

১৭.  ‘বিজু’ বাংলাদেশের কোন নৃ-গোষ্ঠীর উৎসব?

(A) রাখাইন

(B) মণিপুরি

(C) চাকমা

(D) সাঁওতাল

 

উত্তর : (C) চাকমা

 

১৮.  কোনটির কারণে মরিচ ঝাল লাগে?

(A) ক্যাপসিসিন

(B) ভিটামিন এ

(C) ভিটামিন সি

(D) ভিটামিন ই

 

উত্তর : (A) ক্যাপসিসিন

 

১৯.  জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন?

(A) ২৯তম

(B) ৩১তম

(C) ১৯তম

(D) ৩৯তম

উত্তর : (A) ২৯তম

 

২০.  সম্প্রতি কোন জেলায় চা চাষ হচেছ?

(A) টাঙ্গাইল

(B) কুড়িগ্রাম

(C) পঞ্চগড়

(D) দিনাজপুর

 

উত্তর : (C) পঞ্চগড়

 

২১.  পূর্বাশা দ্বীপের অপর নাম কি?

(A) সেন্ট মার্টিন

(B) দুবলার চর

(C) চর ফ্যাশন

(D) দক্ষিণ তালপট্টি

 

উত্তর :  (D) দক্ষিণ তালপট্টি

 

২২.  আলেপ্পো শহর টি কোন দেশের?

(A) লিবিয়ার

(B) সিরিয়ার

(C) ইরাকের

(D) ইয়েমেনের

 

উত্তর : (B) সিরিয়ার

 

২৩.  রামু উপজেলা কোন জেলায় অবস্থিত?

(A) বান্দর বন

(B) রাঙ্গামাটি

(C) খাগড়াছড়ি

(D) কক্সবাজার

 

উত্তর : (A) বান্দর বন

 

২৪.  অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি পদকধারী ফেলপসের স্বর্ণপদকের সংখ্যা কত?

(A) ১৮

(B) ২২

(C) ২০

(D) ১৫

 

উত্তর : (A) ১৮

 

১০. একটি রাষ্ট্রের কয়টি মৌলিক উপাদান থাকে?
(A) ৩টি
(B) ৪টি
(C) ৫টি
(D) ৬টি
উত্তর: (B) ৪ টি

বৃহস্পতি, 10/25/2012 - 19:40
Hasan (যাচাইকৃত নয়)

vai JNU er Ka Unite er question solution Need,Plz!!!!!!!!!!!!!!!!!!!

বৃহস্পতি, 10/25/2012 - 22:47
Tarak (যাচাইকৃত নয়)

নতুন কমেন্ট যুক্ত করুন

Filtered HTML

  • Web page addresses and email addresses turn into links automatically.
  • অনুমোদিত HTML ট্যাগসমূহ: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <table> <img src alt height width> <sup> <sub> <drupal-entity data-*>
  • লাইন এবং প্যারা বিরতি স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয়।
  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.